জন্মদিন মিলিয়ে দেখে নিন আজকের দিনে (2 Sepetember) কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য!
মেষ /(Aries) রাশিফল/Rashifal : মার্চ ২১ থেকে এপ্রিল ১৯। ব্যর্থতা থেকে শিক্ষা নিয়েই সাফল্যের পথে এগোতে হয়, তাই আজ পদক্ষেপে দ্বিধা করবেন না।
বৃষ /(Taurus) রাশিফল/Rashifal: এপ্রিল ২০ থেকে মে ২০। জীবন আপাতত মসৃণ গতিতে চলবে, আজকের সুবিবেচক বিনিয়োগ ভবিষ্যতে লাভজনক সাব্যস্ত হবে।
advertisement
মিথুন /(Gemini) রাশিফল/Rashifal: মে ২১ থেকে জুন ২০। আজ ক্রমাগত প্রশ্নের মুখে পড়লে ঘাবড়ে যাবেন না, বরং এই পরিস্থিতি আত্মোন্নতির সহায়ক হয়ে উঠবে।
আরও পড়ুন- পঞ্জিকা ২ সেপ্টেম্বর: দেখে নিন নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্য লগ্ন!
কর্কট /(Cancer) রাশিফল/Rashifal: জুন ২১ থেকে জুলাই ২২। আজ কোনও ভাবেই আত্মবিশ্বাস হারানো লবে না, সামর্থ্যের বাইরে কাজে আজ হাত না দেওয়াই ভালো।
সিংহ /(Leo) রাশিফল/Rashifal: জুলাই ২৩ থেকে অগাস্ট ২২। আজ নিজের সীমাবদ্ধতাগুলো মেনে নেওয়ার দিন, তাহলেই কোন পথে উন্নতি তা সাফ বুঝে ওঠা যাবে।
কন্যা /(Virgo) রাশিফল/Rashifal: অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২। দীর্ঘ দিনের পরিশ্রম এবার সুফল দিতে চলেছে, আজ পরিস্থিতি সব দিক থেকেই নিয়ন্ত্রণে থাকবে!
তুলা /(Libra) রাশিফল/Rashifal: সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২। অন্যকে ভালো রাখা আপনার দায়িত্বের মধ্যে পড়ে না, এটা যেন আজ কিছুতেই ভুলে যাবেন না।
বৃশ্চিক /(Scorpio) রাশিফল/Rashifal: অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১। আজ ভবিষ্যের উন্নতির সুযোগ সামনে আসবে, তাকে হাতছাড়া না করে সযত্নে লালন করুন।
ধনু /(Sagittarius) রাশিফল/Rashifal: নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১। আজ নিজের কথা অন্যকে বোঝানো সমস্যাদায়ক হবে, হতাশ না হয়ে মাথা ঠাণ্ডা রাখুন।
মকর /(Capricorn) রাশিফল/Rashifal: ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯। অন্যের সমস্যায় আজ জড়িয়ে না থেকে কাজে মন দিতে হবে, সাফল্য রয়েছে সামনেই।
কুম্ভ /(Aquarius) রাশিফল/Rashifal: জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮। আজ পরিস্থিতির কারণে মাথা কাজ না করলে বিচক্ষণ কারও পরামর্শ নেওয়া উচিত হবে।
মীন /(Pisces) রাশিফল/Rashifal: ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০। আজ ভাগ্য আপনার প্রতি সুপ্রসন্ন হবে, তবে কঠোর পরিশ্রম ছাড়া সাফল্য অর্জিত হবে না।
