জন্মদিন মিলিয়ে দেখে নিন বুধবার কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য!
মেষ: মার্চ ২১ থেকে এপ্রিল ১৯
দীর্ঘ দিনের প্রতীক্ষা আজ ফলপ্রসূ হতে চলেছে, কোনও সুসংবাদ পেতে পারেন, বন্ধুদের সঙ্গে আনন্দে দিন কাটান, তবে স্বাস্থ্যের যত্ন নিতে ভুলবেন না।
বৃষ: এপ্রিল ২০ থেকে মে ২০
advertisement
প্রাণশক্তিতে ভরপুর থাকলেও আজ আত্মবিশ্বাসের অভাব হতে পারে, অতএব কে কী বলবে না ভেবে মন দিয়ে শুধু নিজের কাজ করে যাওয়াই ভাল হবে।
মিথুন: মে ২১ থেকে জুন ২০
অন্যেরা আজ আপনাকে নিয়ে নানা কথা রটাবে, কাছের কেউ গোপন কথা ফাঁস করে দিতে পারে, মুষড়ে না পড়ে নিজের লক্ষ্যে অবিচল থাকুন।
কর্কট: জুন ২১ থেকে জুলাই ২২
এত দিন যার অপেক্ষা করছিলেন, আজ সেই মনের মানুষের সঙ্গে দেখা হলেও তাকে চিনতে অসুবিধে হবে, তাই চোখ-কান খোলা রাখুন।
সিংহ: জুলাই ২৩ থেকে অগাস্ট ২২
জটিলতা পছন্দ না করলেও আজ এমন মানুষদের সঙ্গে দেখা হবে যাঁরা মুখোশ পরে থাকেন, যে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে তাই ভেবে দেখুন।
কন্যা: অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২
বিরক্তিকে আজ প্রশ্রয় দেবেন না, মন যা বলছে সেই মতো নিজের কাজ করে যান, সামাজিক ভাবে যত সক্রিয় থাকবেন তত উপকৃত হবেন।
তুলা: সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২
আজ মেজাজ সামলে চলা খুবই দরকার, তাই নিজেকে নিয়ন্ত্রণে রাখুন, কাজের চাপ বেশি মনে হলে শরীরচর্চা করে দেখতে পারেন- হালকা লাগবে।
বৃশ্চিক: অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১
আজকের দিন আপনার সাফল্যের জন্যই যেন তৈরি- পরিবার থেকে কর্মক্ষেত্র, সর্বত্র সমর্থন ও প্রশংসা পাবেন, শত্রুরা পরাজিত হবে।
ধনু: নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১
আপাতত আপনার আত্মবিশ্বাসের অভাব নেই, বুদ্ধিও প্রখর, তবে সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে স্বাস্থ্য- তাই নিজের খেয়াল রাখুন।
মকর: ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯
আজ আপনি অন্যের জন্য ভাববেন, নিজের কথা বলার চেয়ে অন্যের কথা শুনতেই পছন্দ করবেন, চল্লিশের কাছাকাছি নারীর পরামর্শ আজ কাজে দেবে।
কুম্ভ: জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮
আজকের দিন সততার- কাজের ব্যাপারে সৎ না থাকলে ভবিষ্যতে সমস্যা বাড়বে, তাই দীর্ঘ দিন ধরে যে কাজ জমিয়ে রেখেছেন, এবার তা নিয়ে বসুন।
মীন: ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০
শুরুটা ঠিক থাকলেও পরে দিন পরিশ্রমমুখর হয়ে উঠবে, কর্মক্ষেত্রের চাপ সামলিয়েই আজ পরিবারের অসুস্থ কারও জন্য সময় বের করতে হতে পারে।