TRENDING:

Rashifal: রাশিফল ২১ সেপ্টেম্বর: চল্লিশের কাছাকাছি নারীর পরামর্শ কাজে দেবে, বলুন কম, শুনুন বেশি

Last Updated:

Rashifal: জন্মদিন মিলিয়ে দেখে নিন বুধবার কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা।
প্রতীকী ছবি ৷
প্রতীকী ছবি ৷
advertisement

জন্মদিন মিলিয়ে দেখে নিন বুধবার কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য!

মেষ: মার্চ ২১ থেকে এপ্রিল ১৯

দীর্ঘ দিনের প্রতীক্ষা আজ ফলপ্রসূ হতে চলেছে, কোনও সুসংবাদ পেতে পারেন, বন্ধুদের সঙ্গে আনন্দে দিন কাটান, তবে স্বাস্থ্যের যত্ন নিতে ভুলবেন না।

বৃষ: এপ্রিল ২০ থেকে মে ২০

advertisement

প্রাণশক্তিতে ভরপুর থাকলেও আজ আত্মবিশ্বাসের অভাব হতে পারে, অতএব কে কী বলবে না ভেবে মন দিয়ে শুধু নিজের কাজ করে যাওয়াই ভাল হবে।

মিথুন: মে ২১ থেকে জুন ২০

অন্যেরা আজ আপনাকে নিয়ে নানা কথা রটাবে, কাছের কেউ গোপন কথা ফাঁস করে দিতে পারে, মুষড়ে না পড়ে নিজের লক্ষ্যে অবিচল থাকুন।

advertisement

কর্কট: জুন ২১ থেকে জুলাই ২২

এত দিন যার অপেক্ষা করছিলেন, আজ সেই মনের মানুষের সঙ্গে দেখা হলেও তাকে চিনতে অসুবিধে হবে, তাই চোখ-কান খোলা রাখুন।

সিংহ: জুলাই ২৩ থেকে অগাস্ট ২২

জটিলতা পছন্দ না করলেও আজ এমন মানুষদের সঙ্গে দেখা হবে যাঁরা মুখোশ পরে থাকেন, যে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে তাই ভেবে দেখুন।

advertisement

কন্যা: অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২

বিরক্তিকে আজ প্রশ্রয় দেবেন না, মন যা বলছে সেই মতো নিজের কাজ করে যান, সামাজিক ভাবে যত সক্রিয় থাকবেন তত উপকৃত হবেন।

তুলা: সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২

আজ মেজাজ সামলে চলা খুবই দরকার, তাই নিজেকে নিয়ন্ত্রণে রাখুন, কাজের চাপ বেশি মনে হলে শরীরচর্চা করে দেখতে পারেন- হালকা লাগবে।

advertisement

বৃশ্চিক: অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১

আজকের দিন আপনার সাফল্যের জন্যই যেন তৈরি- পরিবার থেকে কর্মক্ষেত্র, সর্বত্র সমর্থন ও প্রশংসা পাবেন, শত্রুরা পরাজিত হবে।

ধনু: নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১

আপাতত আপনার আত্মবিশ্বাসের অভাব নেই, বুদ্ধিও প্রখর, তবে সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে স্বাস্থ্য- তাই নিজের খেয়াল রাখুন।

আরও পড়ুন: Lucky Zodiacs For Venus Transit: আগামী ২৪ সেপ্টেম্বর রাত ৮.৫১! বিরাট ঘটনা ঘটাতে চলেছে শুক্র! টাকা পয়সা প্রতিপত্তিতে তিন রাশি ধরা ছোঁয়ার বাইরে

মকর: ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯

আজ আপনি অন্যের জন্য ভাববেন, নিজের কথা বলার চেয়ে অন্যের কথা শুনতেই পছন্দ করবেন, চল্লিশের কাছাকাছি নারীর পরামর্শ আজ কাজে দেবে।

আরও পড়ুন:  Gold: সোনার আংটি-চেন বা অলঙ্কার! এই চার রাশির মানুষ পরলেই বাজিমাত, প্রতিযোগিতায় অন্যদের পেরে ওঠা মুশকিল

কুম্ভ: জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮

আজকের দিন সততার- কাজের ব্যাপারে সৎ না থাকলে ভবিষ্যতে সমস্যা বাড়বে, তাই দীর্ঘ দিন ধরে যে কাজ জমিয়ে রেখেছেন, এবার তা নিয়ে বসুন।

মীন: ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

শুরুটা ঠিক থাকলেও পরে দিন পরিশ্রমমুখর হয়ে উঠবে, কর্মক্ষেত্রের চাপ সামলিয়েই আজ পরিবারের অসুস্থ কারও জন্য সময় বের করতে হতে পারে।

বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Rashifal: রাশিফল ২১ সেপ্টেম্বর: চল্লিশের কাছাকাছি নারীর পরামর্শ কাজে দেবে, বলুন কম, শুনুন বেশি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল