বৃষ- বৃষের ক্ষেত্রে এই মাস বিশেষ সৌভাগ্যদায়ক- পরিবারে সুসম্পর্ক বজায় থাকবে। যে কাজে হাত দেবেন এঁরা, তাতেই সাফল্য আসবে। অপ্রত্যাশিতভাবে জুন মাসে বৃষের অর্থযোগ রয়েছে, হাতে বেশ ভালরকম টাকা আসতে পারে। অবিবাহিতদের বিবাহযোগও তৈরি হয়েছে এই মাসে।
আরও পড়ুন- ১৫৩ দিন ধরে টাকা গুনে হাতে ব্যথা ধরে যাবে, অর্থভাগ্য বিশেষ প্রসন্ন হল চার রাশির!
advertisement
কর্কট- কর্কটের কর্মভাগ্য বিশেষরূপে উজ্জ্বল হতে চলেছে এই মাসে, কর্মক্ষেত্রে পদোন্নতি, নতুন দায়িত্ব লাভ হবে, সেই সূত্রে উপার্জনবৃদ্ধির যোগ রয়েছে। এই সময়ে শুরু করা নতুন কোনও উদ্যোগ ভবিষ্যতে অতীব লাভদায়ক সিদ্ধ হবে। যে কোনও স্থানে ভ্রমণ সৌভাগ্যদায়ক হবে।
সিংহ- সৃজনশীলতার দিক থেকে জুন মাস সিংহের পক্ষে বিশেষ লাভদায়ক সাব্যস্ত হতে চলেছে। এই সময়ে এঁদের নেতৃত্বদানের ক্ষমতা বৃদ্ধি পাবে, ফলে যে কোনও কাজে সাফল্য আসবে। একই সঙ্গে সমাজে সম্মানও বৃদ্ধি পেতে চলেছে।
বৃশ্চিক- বৃশ্চিকের জীবনে কিছু পরিবর্তন এলেও তা কল্যাণকর হয়ে উঠবে। এই সময়ে এঁদের শক্তি তথা সামর্থ্য বৃদ্ধি পাবে, ফলে সাফল্য করায়ত্ত হবে সহজেই। দাম্পত্য হবে সুখময়, জমির থেকে হাতে টাকা আসার সম্ভাবনা রয়েছে।
মীন– মীনের পক্ষেও জুন মাস সৌভাগ্যের দ্যোতক- এই সময়ে বহুবাঞ্ছিত মানসিক শান্তি লাভ করবেন এঁরা, শারীরিক যন্ত্রণা থেকেও মুক্তি মিলবে। পরিবারের সবার স্বাস্থ্য ভাল থাকবে। এই সময়ে শুরু করা কাজও উপার্জন এবং সম্মান বৃদ্ধির সহায়ক হবে।