TRENDING:

নিজের বাড়িতে ভুলেও রোপণ করবেন না এই ৫টি গাছ! তাহলে দুঃখ, দুর্দশা আর আর্থিক অনটনের পরিস্থিতি কখনওই কাটবে না

Last Updated:

Home Remedy: এমন কিছু গাছ রয়েছে, যেগুলি ভুলেও নিজের বাড়িতে রোপণ করা একেবারেই উচিত নয়। আসলে এই সমস্ত গাছ বাড়িতে লাগালে তা নেগেটিভ এনার্জি বয়ে আনে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
Reporter: Shikha Shreya: এমন অনেক গাছ রয়েছে, যেগুলি বাড়িতে রোপণ করা হলে সেটাকে শুভ বলে গণ্য করা হয়। আর সেই গাছগুলি রোপণ করার প্রভাব শুভ হিসেবে দেখা হয়। তবে এমন কিছু গাছ রয়েছে, যেগুলি ভুলেও নিজের বাড়িতে রোপণ করা একেবারেই উচিত নয়। আসলে এই সমস্ত গাছ বাড়িতে লাগালে তা নেগেটিভ এনার্জি বয়ে আনে। যার জেরে বাড়ির সদস্যদের নানাবিধ সমস্যার মুখে পড়তে হতে পারে।
নিজের বাড়িতে ভুলেও রোপণ করবেন না এই ৫টি গাছ!
নিজের বাড়িতে ভুলেও রোপণ করবেন না এই ৫টি গাছ!
advertisement

ঝাড়খণ্ডের রাঁচি বিশ্ববিদ্যালয় থেকে জ্যোতিষশাস্ত্রে স্বর্ণপদকপ্রাপ্ত জ্যোতিষাচার্য সন্তোষ কুমার চৌবে বলেন যে, নিজের বাড়িতে ভুলেও রোপণ করা উচিত নয় কিছু গাছ। এর মধ্যে অন্যতম হল কুল, তেঁতুল এবং অশ্বত্থ গাছ। কারণ এই গাছগুলি বাড়িতে নেগেটিভ এনার্জি বয়ে আনে বা নেগেটিভ এনার্জির সঞ্চার ঘটায়। আর এই নেগেটিভ এনার্জির কারণে বাড়িতে দুর্দশা, অভাব, অনটন লেগেই থাকে।

advertisement

আরও পড়ুন– গভীর নিদ্রায় তখন শহরবাসী, আচমকাই কাঁপতে শুরু করল বিল্ডিং ! দিল্লিতে ভয়াবহ ভূমিকম্পের অভিজ্ঞতা

এই সমস্ত গাছ রোপণ করা চলবে না:

আচার্য আরও বলেন যে, তেঁতুল, কুল, কলা, কাঁঠাল এবং অশ্বত্থ গাছ বাড়ির ভিতর রোপণ করা উচিত নয়। আসলে যেসব গাছের ফল থেকে দুধ বার হয়, সেগুলি অশুভ বলে প্রতিপন্ন হয়। এই সমস্ত গাছ বাড়ির পজিটিভ বা ইতিবাচক এনার্জি শোষণ করে নেয়। এমনকী, এই সমস্ত গাছের পজিটিভ এনার্জি শুষে নেওয়ার ক্ষমতা অত্যন্ত বেশি হয়।

advertisement

সব সময় দুর্দশা এবং ঋণের বোঝা থেকেই যাবে:

এই পরিস্থিতিতে যখন এই সমস্ত গাছ বাড়িতে লাগানো হবে, তখন বাড়ি থেকে পজিটিভ এনার্জি দূর হয়ে যাবে। আর নেগেটিভ এনার্জির কারণে বাড়িতে সব সময় ঝগড়া, বিপর্যয় এবং ঋণের পরিস্থিতি তৈরি হয়। বাড়ির সদস্য যতই আয় করুন না কেন, তিনি সব সময় দেনায় ডুবে থাকেন। এমনকী বাড়ির সদস্যদের মধ্যে কোনও রকম ভাব-ভালবাসাও থাকে না।

advertisement

আরও পড়ুন– সাপ্তাহিক রাশিফল ১৭ ফেব্রুয়ারি – ২৩ ফেব্রুয়ারি ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

বাড়িতে সব সময় এই সমস্ত গাছ রোপণ করা উচিত:

আচার্য বলেন যে, বাড়িতে সব সময় সুগন্ধযুক্ত গাছ রোপণ করতে হবে। গাঁদা, গোলাপ, সূর্যমুখী, অপরাজিতা অথবা পেয়ারা গাছ রোপণ করা যেতে পারে। আম অথবা সবজির গাছও রোপণ করা উচিত। কারণ এই সমস্ত গাছ খুবই শুভ বলে গণ্য করা হয়। আসলে এই গাছগুলি বাড়িতে আনে ব্যাপক সমৃদ্ধি। এমনকী, এই সমস্ত গাছের জন্য বাড়ির পরিবেশের মধ্যে ইতিবাচকতা ছড়িয়ে পড়ে। আর বাড়ির বাতাসও সব সময় বিশুদ্ধ থাকে।

advertisement

(Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷ )

বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
নিজের বাড়িতে ভুলেও রোপণ করবেন না এই ৫টি গাছ! তাহলে দুঃখ, দুর্দশা আর আর্থিক অনটনের পরিস্থিতি কখনওই কাটবে না
Open in App
হোম
খবর
ফটো
লোকাল