মূল্যবান জিনিস চুরি
যদি আপনার কোনও দামি জিনিস চুরি হয়ে থাকে, তাহলে প্রতি শুক্রবার মা লক্ষ্মীকে জবাফুল নিবেদন করুন। আর্থিক অনটন থেকে মুক্তি চাইলে মঙ্গলবার করে হনুমানদেবের চরণে নিবেদন করুন জবাফুল।
সংক্রামক রোগ
সূর্যদেবকে তেজের প্রতীক বলে মানা হয়। সকালে ঘুম থেকে উঠে সূর্যদেবের পুজো করুন জবাফুল দিয়ে। এতে সংক্রামক অসুখ থেকে নিস্তার মেলে বলেই বিশ্বাস।
advertisement
আরও পড়ুন : প্রেমে বাধা হয়নি বেড়াজাল, রাশিদের ছন্দের দোসর স্ত্রী জয়িতাই, তাঁদের আনন্দ মুহূর্ত এখন স্মৃতির জলছবি
সূর্য দোষ নিবারণ
সূর্যের লালরং শক্তির প্রতীক। যাঁদের জন্মকুণ্ডলীতে সূর্য দুর্বল, তাঁরা গ্রহদোষ নিবারণের জন্য বাড়ির পূর্ব দিকে লাগান জবাগাছ। এভাবে সূর্যদোষ নিবারণ করা যায়।
মঙ্গল দোষ নিবারণ
বাড়িতে জবাফুলের গাছ থাকলে কুণ্ডলীতে মঙ্গলদোষও দূর হয়ে যায় বলেই বিশ্বাস।
দাম্পত্য কলহ দূর
প্রেমে এবং বিবাহে বিবাদ ও কলহ বিঘ্ন করে সম্পর্ক। বাড়িতে জবাগাছ থাকলে এবং জবাফুল উপহার দিলে প্রিয়জনদের সঙ্গে সম্পর্ক ভাল থাকে বলেই বিশ্বাস।
আরও পড়ুন : শৈশবে অপছন্দ গানবাজনা, অজান্তেই সুরলোকের বরপুত্র মিয়াঁ তানসেনের এই উত্তরসাধক
শত্রু বিনাশ
কারওর সঙ্গে ব্যক্তিগত শুত্রুতা থাকলে আপনার জীবনে তাঁর প্রভাব স্তিমিত করতে তাঁকে উপহার দিন লাল জবাফুল। তাঁর সঙ্গে সম্পর্ক মসৃণ হবে।