TRENDING:

Guru Gochar 2023: শুধু জ্ঞানবানই নয়, দেবগুরু বৃহস্পতির অবস্থান পরিবর্তনে ধনবানও হবেন এই রাশির জাতক-জাতিকারা বছরের শুরুতেই

Last Updated:

ভারতীয় জ্যোতিষশাস্ত্রে দেবগুরু বৃহস্পতিকে জ্ঞান, কর্ম ও সম্পদের কারক গ্রহ হিসেবে বিবেচনা করা হয়েছে। এই কারণেই দেবগুরুর দ্বিতীয় রাশিতে স্থানান্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ২০২৩ সালটি বিভিন্ন গ্রহ ও নক্ষত্রের অবস্থান এবং গোচর অনুসারে শুভ ও অশুভ দুই প্রকারের ফলাফলই দিতে চলেছে। এই বছর দেবগুরু বৃহস্পতিও রাশিগত অবস্থান পরিবর্তন করতে চলেছেন। ভারতীয় জ্যোতিষশাস্ত্রে দেবগুরু বৃহস্পতিকে জ্ঞান, কর্ম ও সম্পদের কারক গ্রহ হিসেবে বিবেচনা করা হয়েছে। এই কারণেই দেবগুরুর দ্বিতীয় রাশিতে স্থানান্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।
শুধু জ্ঞানবানই নয়, দেবগুরু বৃহস্পতির অবস্থান পরিবর্তনে ধনবানও হবেন এই রাশির জাতক-জাতিকারা বছরের শুরুতেই
শুধু জ্ঞানবানই নয়, দেবগুরু বৃহস্পতির অবস্থান পরিবর্তনে ধনবানও হবেন এই রাশির জাতক-জাতিকারা বছরের শুরুতেই
advertisement

দেবগুরু বৃহস্পতি আগামী ২২ এপ্রিল, ২০২৩ সালে মীন রাশি ছেড়ে মেষ রাশিতে প্রবেশ করতে চলেছে। এবারে আমরা জেনে নিই কোন রাশির জাতক-জাতিকারা এর দ্বারা উপকৃত হবেন।

আরও পড়ুন- সাবধান! সংক্রান্তির আগে সূর্য ও শনির বিরল সংযোগে চাঞ্চল্য সৃষ্টি হতে পারে এই সব রাশির জাতক-জাতিকার জীবনে

মেষ রাশি

advertisement

জ্যোতিষশাস্ত্র অনুসারে বৃহস্পতি মীন থেকে মেষ রাশিতে প্রবেশ করবেন। মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য বৃহস্পতি আগমন খুবই ফলদায়ক হতে চলেছে। মেষ রাশির জাতক-জাতিকারা এই সময়ে তাঁদের কর্মক্ষেত্রে সবরকম ভাবে সাফল্য পাবেন। সমস্ত স্থবির সব কাজ শেষ হবে, দীর্ঘদিন ধরে কোনও রোগে আক্রান্ত থাকলে বা কষ্ট পাচ্ছেন এমন ব্যক্তিরা নিরাময় লাভ করবেন। ব্যবসায় অগ্রগতি হবে, দাম্পত্য জীবনে চলমান মতপার্থক্যের অবসান হবে। জাতক-জাতিকারা চাকরিতে অগ্রগতি প্রাপ্ত হবেন। যাঁরা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাঁরা এই সময় ভাল ফল পেতে পারেন।

advertisement

মিথুন রাশি

বৃহস্পতির এই অবস্থান পরিবর্তনে মিথুন রাশির জাতক-জাতিকারাও উপকৃত হতে চলেছেন। মিথুন রাশির জাতক-জাতিকারা সব রকম ভাবে ভাগ্যের সহযোগিতা পাবেন। আয় বৃদ্ধির নতুন নতুন পথ তৈরি হবে, বিনিয়োগেও লাভ হবে। জাতক-জাতিকাদের ঝুঁকিপূর্ণ কাজে আগ্রহ বাড়বে। চাকরির সঙ্গে যুক্ত ব্যক্তিরা পদোন্নতি পেতে পারেন। যাঁরা দীর্ঘদিন ধরে বিবাহের পরিকল্পনা নিচ্ছেন এবারে তাঁদের সেই পরিকল্পনা সফল হবে। ব্যবসার সঙ্গে যুক্তরা সবচেয়ে বেশি লাভবান হবেন।

advertisement

আরও পড়ুন- Fact Check: নোটের উপরে কিছু লিখলে সেটা কি আর বাজারে চলবে না? সরকারের পক্ষ থেকে যা জানানো হল

কর্কট রাশি

জ্যোতিষশাস্ত্র অনুসারে, বৃহস্পতির এই গমন কর্কট রাশির জন্য নিশ্চিত অগ্রগতির পথ প্রশস্ত করতে চলেছে। কর্কট রাশির জাতক-জাতিকারা সমাজে সম্মান পাবেন, তাঁরা কর্মক্ষেত্রে উচ্চপদ লাভ করবেন। পারিবারিক সম্পর্কের উন্নতি হবে। ব্যবসায়ে অভূতপূর্ব উন্নতি হবে, জাতক-জাতিকাদের অর্থনৈতিক অবস্থারও উন্নতি হবে। পরিবারে ও জীবনে সুখ বজায় থাকবে এবং স্বাস্থ্যের উন্নতি হবে- তবে এই সময় সামান্য খরচ বৃদ্ধি হতে পারে।

advertisement

কন্যা রাশি

জ্যোতিষ শাস্ত্র অনুসারে, বৃহস্পতির এই স্থানান্তরের কারণে কন্যা রাশির জাতক-জাতিকারাও ইতিবাচক প্রভাব অনুভূব করবেন। কন্যা রাশির জাতক-জাতিকাদের ধর্মের প্রতি আগ্রহ বাড়বে, তাঁরা পরিবারের কাছ থেকে সব রকমের সাহায্য পাবেন। জাতক-জাতিকারা যে কাজ করার কথাই ভাবুন না কেন, তাতে তাঁরা অবশ্যই সফলতা পাবেন। আর্থিক লাভের সম্ভাবনাও রয়েছে। যে কোনও নতুন কর্মক্ষেত্রে সাফল্য আসবে। যাঁরা দীর্ঘদিন ধরে বিবাহের পরিকল্পনা নিচ্ছেন এবারে তাঁদের সেই পরিকল্পনা সফল হবে।

মীন রাশি

মীন রাশির জাতক-জাতিকারা বৃহস্পতি গ্রহের অবস্থান পরিবর্তনে অত্যন্ত সুফল পাবেন। যাঁদের অনেক দিন ধরে টাকা আটকে রয়েছে তাঁরা তা ফেরত পেতে পারেন। যাঁরা ভাল চাকরির সন্ধানে রয়েছেন তাঁরা শীঘ্রই ভাল চাকরি পাবেন। বিয়ের যোগ তৈরি হচ্ছে। উচ্চশিক্ষায় বিদেশভ্রমণের সুযোগ রয়েছে। স্বামী-স্ত্রীর মধ্যে প্রেমের সম্পর্ক বজায় থাকবে।

সেরা ভিডিও

আরও দেখুন
যা নেবেন মাত্র ৫ টাকা! বিজয়ার মিষ্টির সাবেকি স্বাদ পেতে হলে যেতে হবে এখানে, কোথায় জানেন
আরও দেখুন

Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷

বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Guru Gochar 2023: শুধু জ্ঞানবানই নয়, দেবগুরু বৃহস্পতির অবস্থান পরিবর্তনে ধনবানও হবেন এই রাশির জাতক-জাতিকারা বছরের শুরুতেই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল