জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতি গ্রহকে শুভ ও প্রভাবশালী বলে মনে করা হয়। বৃহস্পতি গ্রহের স্থান পরিবর্তন বা পশ্চাদপসরণের প্রভাব রাশিচক্রের সমস্ত রাশির উপরেই পড়ে। চলতি বছরের জুলাই মাসে বেশ কিছু গ্রহের রাশি পরিবর্তন হয়েছে এবং কিছু গ্রহ তাদের রাশিচক্র পরিবর্তন করতে চলেছে। এই অবস্থানে আগামী ২৯ জুলাই, ২০২২ বৃহস্পতি গ্রহ মীন রাশিতে প্রবেশ করবে। বৃহস্পতি দেবের এই রাশি পরিবর্তন হবে বিপরীতমুখী। এতে কিছু গ্রহের ভাগ্য খুলে যেতে চলেছে, আবার কিছু গ্রহের দুর্ভোগ শুরু হতে চলেছে।
advertisement
আরও পড়ুন- জীবনে প্রকৃত ভালোবাসার মানুষটিকে পেতে চাইছেন? রইল ম্যানিফেস্টেশনের এই পাঁচ সহজ উপায়
জ্যোতিষশাস্ত্র অনুসারে, ২৪ নভেম্বর পর্যন্ত বৃহস্পতির মীন রাশিতে পশ্চাদপসরণের ঘটবে। বৃহস্পতি গ্রহের এই বিপরীতমুখী পরিবর্তন সমস্ত রাশিকে প্রভাবিত করবে। তবে আজ জেনে নেওয়া যাক বিশেষ ভাবে কোন ৩টি রাশির জন্য এই পশ্চাদপসরণ অশুভ ফল নিয়ে আসতে চলেছে।
মীন (Pisces):
জ্যোতিষশাস্ত্র অনুসারে এই রাশিতে বৃহস্পতি গ্রহ বক্রী অবস্থান নিতে চলেছে। বৃহস্পতির এই রাশি পরিবর্তন বিবাহিত জীবনকে প্রভাবিত করতে পারে। এছাড়াও কোনও কাজে সাফল্য পেতে বিলম্ব হবে। এমন পরিস্থিতিতে জ্যোতিষশাস্ত্র অনুসারে বৃহস্পতি গ্রহকে শক্তিশালী করতে বৃহস্পতি দেবের মন্ত্র জপ এবং ভগবান বিষ্ণুর আরাধনা করলে উপকার পাওয়া যাবে।
আরও পড়ুন- উপচে পড়বে টাকা! শুধু মেনে চলুন এই চারটি সহজ ধাপ, জানুন কীভাবে টাকা ডেকে আনতে হয়
মিথুন (Gemini):
বুধ এবং শুক্র ইতিমধ্যেই এই রাশিতে উপস্থিত রয়েছে এবং ২৯ জুলাই বৃহস্পতির বিপরীতমুখী অবস্থান হওয়ার কারণে ৩টি গ্রহের সংমিশ্রণের পরিস্থিতি তৈরি হবে। যার কারণে আর্থিক সমস্যা দেখা দিতে পারে। এই সময়ে ব্যবসায় আটকে থাকা অর্থ সংগ্রহে অনেক পরিশ্রম করতে হবে।
মেষ (Aries):
জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী এই রাশিতে রাহু আগে থেকেই বিরাজ করছে। ২৯ জুলাই বৃহস্পতির পশ্চাদপসরণের কারণে উভয় গ্রহের সংমিশ্রণে অশুভ যোগ তৈরি হবে। এমন পরিস্থিতিতে পশ্চাদপসরণের পুরো সময়কালে স্বাস্থ্য-সম্পর্কিত সমস্যার মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ কাজ পরিচালনা করতে সমস্যা হবে। প্রয়োজনীয় কোনও কাজে সিদ্ধান্ত নিতে সমস্যা হবে। এমন পরিস্থিতিতে এই সময়ে বৃহস্পতির উপাসনা করলে বিপদ কাটতে পারে।