সম্প্রতি বুধ ৩ ডিসেম্বর ধনু রাশিতে প্রবেশ করেছেন। শুক্রও ধনু রাশিতে নিজের অবস্থান পরিবর্তন করেছেন। এছাড়াও ১৬ ডিসেম্বর বুধ মকর রাশিতে গমন করবেন। ২৯ ডিসেম্বর শুক্র মকর রাশিতে প্রবেশ করবেন এবং ৩১ ডিসেম্বর বক্রী অবস্থানে বুধ ধনু রাশিতে প্রবেশ করবেন। গ্রহের এই অবস্থান হেরফেরে বেশ কিছু রাশির জাতক-জাতিকারা উপকৃত হতে চলেছেন।
advertisement
আরও পড়ুন-একে একে গিলেছে ৬১টা মার্বেল! ৪ বছরের মেয়ের এক্স-রে রিপোর্ট দেখে মা-বাবা অজ্ঞান
কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতক-জাতিকাদের জন্য ডিসেম্বরের গ্রহ-পরিবর্তন অত্যন্ত শুভ প্রমাণিত হতে চলেছে। চাকরিজীবীরা ডিসেম্বরে গ্রহের অবস্থান পরিবর্তন থেকে শুভ ফল পেতে পারেন। এই সময়ে পরিবারে সুখ-স্বাচ্ছন্দ্য বজয় থাকবে। জমি ও যানবাহন কেনার সুযোগ হতে পারে।
মকর রাশি
মকর রাশির জাতক-জাতিকাদের জন্য চলতি মাসটি অত্যন্ত শুভ প্রমাণিত হতে চলেছে। এই সময় তাঁরা সহকর্মীদের সহযোগিতা পাবেন। কর্মক্ষেত্রে উন্নতির নতুন সুযোগ আসবে। সামগ্রিক ভাবে মাসটি আনন্দদায়ক ফলাফল দিতে চলেছে। কর্মক্ষেত্র এবং ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন- মমতা-অভিষেকের সফরের মধ্যেই আইনি যুদ্ধে সাকেত বনাম মেঘালয় সরকার
সিংহ রাশি
ডিসেম্বর মাসটি সিংহ রাশির জাতক-জাতিকাদের জন্য শুভ হতে চলেছে। জাতক-জাতিকাদের আটকে থাকা কাজ এই মাসে শেষ হতে পারে। ব্যবসায়ীদেরও বিশেষ সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময়ে জাতক-জাতিকারা কোনও নতুন কাজ শুরু করতে পারেন। হঠাৎ আর্থিক লাভের যোগ তৈরি হতে পারে।
মিথুন রাশি
মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্য চলতি মাসের গ্রহ পরিবর্তন আশীর্বাদ স্বরূপ প্রমাণ হবে। জাতক-জাতিকারা কর্মজীবনে অনেক সাফল্য পাবেন। দীর্ঘদিন আটকে থাকা কাজ শেষ হবে। জাতক-জাতিকারা বিশেষ আর্থিক সুবিধা পাবেন। পরিবারের সদস্যদের মধ্যে ভালবাসা বাড়বে।
Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷