TRENDING:

Vastu Tips: ঠাকুর ঘরে কত বড় দেবতার মূর্তি থাকলে জীবনে আশীর্বাদ বজায় থাকবে? ৭টি গুরুত্বপূর্ণ নিয়ম জানুন

Last Updated:

বাড়িতে নিয়মিত পুজো করেন৷ সকাল সন্ধ্যে ঠাকুরের আরাধনা করেন৷ ঠাকুর ঘরের দেব-দেবীর মূর্তি নিয়ে কী জানানো হয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বাড়ির ঠাকুর ঘরে ভগবানের মূর্তির আকার কতটা থাকা উচিৎ?বিভিন্ন দেব-দেবীর মূর্তি স্থাপনের দিকও আলাদা। মন্দির ও পুজো বাড়িতে প্রতিমার আকার আলাদা আলাদা হয়। বাস্তু মতে বাড়িতে ঠাকুরের মূর্তি খুব বেশি হওয়া উচিত নয়। সহজ পদ্ধতিতে পুজো করা হয় বলে সেখানে শুধু ছোট মূর্তি রাখা হয়। তিরুপতির জ্যোতিষী ও বাস্তু বিশেষজ্ঞ ডক্টর কৃষ্ণ কুমার ভার্গব জানিয়েছে পুজো ঘরে কত বড় ঈশ্বরের মূর্তি থাকা উচিত? পুজো ঘরের বাস্তু নিয়ম কী কী?
advertisement

পুজো ঘরে প্রতিমা রাখার জন্য বাস্তু নিয়ম

১. পূজা ঘরে ঈশ্বরের মূর্তির আকার কেমন হওয়া উচিত?

পুজোর ঘরে থেকে বড় মূর্তি পুজো করার সময় অনেক নিয়ম মেনে চলতে হয়, যা সাধারণ মানুষের জন্য একটি জটিল প্রক্রিয়া হয়ে দাঁড়ায়। এতে সামান্য ভুলও অশুভ ফল বয়ে আনতে পারে। ডাঃ ভার্গব বলেন, বাস্তু ও পুজোর নিয়ম অনুযায়ী পুজো ঘরে ভগবানের মূর্তি ১ আঙুল থেকে ১২ আঙুল পর্যন্ত হতে পারে। কিছু জায়গায়, মূর্তি ২০ আঙুলের সমানও হতে পারে৷

advertisement

আরও পড়ুনMangal Gochar: মঙ্গল ধনু রাশিতে প্রবেশ, টাকায় মুড়ে যাবে জীবন, প্রেমে আসবে জোয়ার! কোন ৪ রাশির ভাগ্য রাতারাতি বদল, জানুন

২.বাস্তু অনুসারে, ঠাকুর ঘরের উত্তর-পূর্ব দিক দেব-দেবীর মূর্তি রাখার জন্য শুভ বলে মনে করা হয়।

৩. ঠাকুর ঘরে, ভগবান বিষ্ণু, ব্রহ্মা, মহেশ, সূর্য, ইন্দ্র প্রভৃতি দেবতার মূর্তিগুলি পূর্ব দিকে স্থাপন করা হয়, যাতে তাদের মুখ পশ্চিম দিকে থাকে। এতে ঘরে পজিটিভ এনার্জি আসে।

advertisement

৪. পুজোর ঘরে যদি শিবলিঙ্গ রাখতে চান, তাহলে শিবলিঙ্গের আকারও ছোট হতে হবে। এটি পুজো ঘরের উত্তর অংশে স্থাপন করতে হবে।

৫. একইভাবে কুবের মূর্তি উত্তর দিকে রাখতে হবে যাতে তাদের মুখ দক্ষিণ দিকে থাকে।

আরও পড়ুনVastu Tips for Money Purse: মানি পার্সে কয়েকটা জিনিস রাখুন, টাকার বন্যা হবে, অভাব দূর দূর পালাবে

advertisement

৬. ঘরে কখনই ভাঙা ও নিস্তেজ মূর্তি রাখবেন না। নতুন মূর্তি কেনার সময় এর ডিজাইনের দিকে খেয়াল রাখতে হবে। সুন্দর মূর্তি নির্বাচন করতে হবে। পুজোর জন্য শুধুমাত্র তামা, অষ্টধাতু, রৌপ্য, সোনা, মাটি, পাথর এবং কাঠের তৈরি মূর্তি ব্যবহার করা উচিত।

৭. ঠাকুর ঘরের ভিতরে কখনও হিংস্র মূর্তি স্থাপন করবেন না। এটা বিশ্বাস করা হয় যে এটি থেকে নির্গত শক্তি নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

Disclamer: এই মতামত News18বাংলার নিজস্ব মত নয়৷ প্রচলিত ধারণার ভিত্তিতেই এই প্রতিবেদন৷ সঠিক ফল পেতে বিশেষজ্ঞের পরামর্শ নিন৷

Click here to add News18 as your preferred news source on Google.
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Vastu Tips: ঠাকুর ঘরে কত বড় দেবতার মূর্তি থাকলে জীবনে আশীর্বাদ বজায় থাকবে? ৭টি গুরুত্বপূর্ণ নিয়ম জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল