জন্মদিন মিলিয়ে দেখে নেওয়া যাক কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য!
মেষ: মার্চ ২১ থেকে এপ্রিল ১৯।
কর্মক্ষেত্রের সমস্যা অবশেষে এবার দূর হতে চলেছে, কথাবার্তায় নম্রতা বজায় রাখা একান্ত প্রয়োজন।
বৃষ: এপ্রিল ২০ থেকে মে ২০।
কাছের কেউ ক্ষতি করতে চাইছেন, সমস্যা কাটাতে মনের ওপরে ভরসা না করে যুক্তি-বুদ্ধির প্রয়োগ কাম্য।
advertisement
আরও পড়ুন: বিয়ের মরশুমে রেস্তোরাঁয় চমক 'আইবুড়ো ভাত' থালি, মাটন-চিকেন-ইলিশ-আলু পোস্ত কিছু বাদ নেই!
মিথুন: মে ২১ থেকে জুন ২০।
খরচ রাশ না টানলে পরে সমস্যায় পড়তে হবে, আর্থিক ব্যাপারে পরিবারের বক্তব্য শান্ত মাথায় শোনা উচিত হবে।
কর্কট: জুন ২১ থেকে জুলাই ২২।
কাজের চাপ আপাতত কমবে না, অভিযোগ সরিয়ে তা করে যেতে হবে, তবেই ভবিষ্যতে সুফল মিলবে।
সিংহ: জুলাই ২৩ থেকে অগাস্ট ২২।
অপ্রয়োজনীয় সব কিছু এবার জীবন থেকে ছেঁটে ফেলতে হবে, দ্বিধায় থাকলেও এবার পদক্ষেপের সময় এসেছে।
আরও পড়ুন: মুকুটে নতুন পালক! হাজারদুয়ারি প্যালেসে বসল জি-২০ প্রেসিডেন্সি লোগো
কন্যা: অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২।
তর্কাতর্কিতে কোনও লাভ হবে না, ঠান্ডা মাথায় নিজের বক্তব্য পেশ করতে হবে, অন্যথায় সমস্যা বেড়েই চলবে।
তুলা: সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আর্থিক অবস্থার উন্নতি হবে, পুরনো বন্ধুদের সঙ্গে আনন্দে দিন কাটতে পারে।
বৃশ্চিক: অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১।
অন্যের কথায় বিভ্রান্তি কেবলই বাড়বে, তাই তা শুনলেও মন যা বলছে, তার ওপরে ভরসা করে সিদ্ধান্ত নিতে হবে।
ধনু: নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১।
বিনিয়োগের ফাঁদে আপাতত পা না দেওয়াই ভাল হবে, বিশেষ করে স্বাস্থ্যের যত্ন নেওয়া প্রয়োজন, হাতে টাকা আসতে পারে।
মকর: ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯।
মেজাজ অন্য দিনের তুলনায় শান্ত থাকবে, জীবনকে নতুন চোখে দেখা সহজ হবে, অন্যের সমস্যাও সহজেই মেটানো যাবে।
কুম্ভ: জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮।
অধৈর্য হলে কোনও কাজে সাফল্য তো মিলবেই না, বরং গুরুত্বপূর্ণ অংশীদারি কাজ হাতছাড়া হয়ে যেতে পারে।
মীন: ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০।
সব দিক থেকে দিন ভাল কাটতে চলেছে, স্বভাবের সমাদর হবে সর্বত্র, অহঙ্কারকে প্রশ্রয় না দেওয়াই উচিত হবে।
