জন্মদিন মিলিয়ে দেখে নেওয়া যাক কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য!
মেষ: মার্চ ২১ থেকে এপ্রিল ১৯।
অন্যদের প্রতি সহমর্মিতাই দিনের যাবতীয় প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে সাহায্য করবে, ভবিষ্যতে উপকারও মিলবে।
বৃষ: এপ্রিল ২০ থেকে মে ২০।
পরিস্থিতি গুরুত্বপূর্ণ পদক্ষেপের পরিবেশ তৈরি করবে, সিদ্ধান্ত যেন সঠিক হয়, মাথা ঠান্ডা রাখা তাই একান্ত কাম্য।
advertisement
আরও পড়ুন: আদালত থেকেই চুরি! কাণ্ড দেখে চোখ কপালে কর্তাদের
মিথুন: মে ২১ থেকে জুন ২০।
আবেগকে নিয়ন্ত্রণে রাখতে পারলে যে কোনও বাধা জয় করা সহজ হবে, কাজের প্রতি মন দেওয়া দরকার।
কর্কট: জুন ২১ থেকে জুলাই ২২।
পরিবার এবং তার সদস্যদের যত্ন নেওয়ার দিন, দিনের শেষে ওখানেই ফিরতে হবে, কাজের মধ্যেও ভারসাম্য রাখতে হবে।
সিংহ: জুলাই ২৩ থেকে অগাস্ট ২২।
পেশাদার আচরণের পথে বাধা হয়ে উঠবে আবেগ, তাকে সামলে রাখতেই হবে, নির্দিষ্ট তারিখের মধ্যে কাজ শেষ করতে হবে।
আরও পড়ুন: প্রিয় মানুষরাই হয়ে উঠল শত্রু, ঘরে ঝুলছে গৃহবধূর দেহ! শ্বশুরবাড়িতে হাড়হিম কাণ্ড
কন্যা: অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২।
বিবাদে জড়ানোর আগে পরিস্থিতি খতিয়ে দেখুন, সমস্যার সমাধান আপসেই হয়ে যাবে, অন্যদের দোষ দেওয়া বাঞ্ছনীয় নয়।
তুলা: সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২।
কোনও কিছু ঠিক মনে না হলে স্পষ্ট ভাবে সেটা বলুন, তাহলেই অন্যেরা সজাগ হবেন, অপছন্দের সঙ্গে আপোস না-ই বা করলেন।
বৃশ্চিক: অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১।
চারপাশের সবাই স্পর্শকাতর হয়ে থাকবেন, বুঝে-শুনে পদক্ষেপ করুন, বিশ্বাসীদের উপরেই কেবল আস্থা রাখা যেতে পারে।
ধনু: নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১।
নিজের চাহিদার কথা স্পষ্টাস্পষ্টি না বললে সুবিধা হবে না, তাই উদ্যোগী হওয়া দরকার, পরিশ্রমের সুফল মিলবে।
মকর: ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯।
বিবাদে উত্তপ্ত দিন কাটবে, অতএব মাথা ঠাণ্ডা রাখা বাঞ্ছনীয়, নিজের মত অন্যের ঘাড়ে না চাপানোই উচিত হবে।
কুম্ভ: জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮।
নিজের অধিকারের জন্য লড়তে হবে, না হলে ন্যায্য প্রাপ্য মিলবে না, তাহলেও আচরণে নম্রতা বজায় রাখা কাম্য।
মীন: ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০।
সরাসরি সংঘর্ষে না গিয়ে যুক্তি ব্যবহার করুন, বিপক্ষ পরাজিত হবে, লক্ষ্যের দিকে এগোতে মাথা ঠান্ডা রাখতে হবে।
