জন্মদিন মিলিয়ে দেখে নেওয়া যাক কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য!
মেষ: মার্চ ২১ থেকে এপ্রিল ১৯।
ভাগ্য সহায় থাকবে। নতুন কিছু শুরু করতে পারেন। হাতে থাকা কাজে সময় লাগলে এবার তা শেষ করতে বেশি বেগ পেতে হবে না। বন্ধুদের সঙ্গে দেখা-সাক্ষাৎ করলে মনটা ভাল থাকবে।
advertisement
বৃষ : এপ্রিল ২০ থেকে মে ২০।
শান্ত ভাবে ঠান্ডা মাথায় ভাবনা-চিন্তা করে সমস্ত কাজ করতে হবে। কাজের জন্য অন্যদের উপর নির্ভর করা চলবে না। ভাল খাদ্যাভ্যাসের উপযোগিতা বুঝতে হবে।
আরও পড়ুন: আসন্ন মাধ্যমিক পরীক্ষায় অঙ্কের সম্পাদ্য করার পদ্ধতি সহজেই শেখালেন শিক্ষিকা, দেখুন
মিথুন: মে ২১ থেকে জুন ২০।
কোনও পরিস্থিতিতে যুক্তিযুক্ত চিন্তার জায়গা না থাকলে নিজের অন্তর্দৃষ্টির উপরেই ভরসা রাখতে হবে। কোনও বাক-বিতণ্ডা থেকে দূরে থাকতে হবে। না হলে পরে সমস্যা হতে পারে।
কর্কট: জুন ২১ থেকে জুলাই ২২।
নিজের পুরনো ঋণ শোধ করতে হবে। দৃঢ় ভাবে সিদ্ধান্ত নিয়েই কাজ করতে সক্ষম হবেন। নিজের উপস্থিত বুদ্ধি-বিবেচনার জোরে ঘনিষ্ঠ কাউকে সাহায্য করতে পারবেন।
সিংহ: জুলাই ২৩ থেকে অগাস্ট ২২।
নিজের স্বাস্থ্যের যত্ন নিতে হবে। ঠান্ডা খাবার এড়িয়ে চলাই ভাল। আর্থিক স্থিতিশীলতা বজায় থাকবে। তবে এই সময় বড়সড় কোনও বিনিয়োগ থেকে বিরত থাকতে হবে।
আরও পড়ুন: কী কাণ্ড স্কুলে! মিড ডে মিলে নেই ভাত, ডাল কিছুই! দেওয়া হল শুধু ডিম
কন্যা: অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২।
অতীতে নেওয়া সিদ্ধান্তের জন্য নিজেকে এবং নিজের সঙ্গীকে প্রশ্ন করতে পারেন। এই সময় জীবনে নতুন আদর্শ গ্রহণ করলে কোনও ক্ষতি হবে না।
তুলা: সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২।
গ্রহ-নক্ষত্রের অবস্থানের জেরে এই রাশির জাতক-জাতিকার চলার পথে অপ্রত্যাশিত বাধা আসতে পারে। ফলে তার প্রভাব কাজ এবং মনের উপর পড়তে পারে।
বৃশ্চিক: অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১।
বিভিন্ন পরিস্থিতিতে ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখলে ইতিবাচক পদক্ষেপ করা সম্ভব হবে। এর ফলে দীর্ঘমেয়াদে উপকার পাওয়া সম্ভব হবে। কেউ ঝামেলা পাকাতে চাইলে মেজাজ নিয়ন্ত্রণে রাখতে হবে এবং নিজের মতামত দৃঢ়তার সঙ্গে পেশ করতে হবে।
ধনু: নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১।
আর্থিক লাভের সম্ভাবনা প্রবল। তবে জুয়ার মতো বিষয় থেকে দূরত্ব বজায় রাখতে হবে। ভালবাসার মানুষের সঙ্গে সাবধানে কথা বলতে হবে, না হলে তাঁরা আঘাত পেতে পারেন।
মকর: ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯।
উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনা থাকলেও এর সঙ্গে সম্পর্কিত বাধা-বিপত্তির বিষয়টা মাথায় রাখতে হবে। এনার্জি কম থাকবে এই সময়টায়। গাঁটে এবং পিঠে ব্যথা হতে পারে। তাই সতর্ক থাকা বাঞ্ছনীয়।
কুম্ভ: জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮।
সহজাত প্রবৃত্তির পরিবর্তে নিজের যুক্তিবুদ্ধির উপরেই ভরসা রাখতে হবে। নিজের ঘনিষ্ঠ কারও থেকেই সাবধান হতে হবে, কারণ তিনি এই রাশির জাতক-জাতিকার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারেন।
মীন: ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০।
এমন কোনও সিদ্ধান্ত নিতে হবে, যা প্রাথমিক ভাবে কঠিন বলে মনে হতে পারে। নিজের মনের কথা শুনতে হবে। ভবিষ্যতে এটাই উপযোগী বলে প্রমাণিত হতে পারে।
