জন্মদিন মিলিয়ে দেখে নেওয়া যাক কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য!
মেষ: মার্চ ২১ থেকে এপ্রিল ১৯।
নিজের সীমাবদ্ধতা বুঝে সেই মতো পদক্ষেপ করতে হবে, অন্যথায় পরিশ্রম করলেও হতাশা ঘিরে ধরবে।
বৃষ: এপ্রিল ২০ থেকে মে ২০।
মনে মিশ্র অনুভূতি থাকবে, অনুরাগ এবং ঘৃণা দুই প্রবল হবে, তাই নিজেকে শান্ত রেখে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।
advertisement
আরও পড়ুন : মাছ ভালবাসেন…? বলুন তো ভারতের জাতীয় মাছ কোনটি? চমকে যাবেন উত্তরটি শুনলে!
মিথুন: মে ২১ থেকে জুন ২০।
অনেকের সমালোচনার মুখে পড়তে হতে পারে, এক্ষেত্রে তাদের এড়িয়ে নিজের মতো থাকাটাই উচিত হবে।
কর্কট: জুন ২১ থেকে জুলাই ২২।
নানা ব্যাপারে অন্যদের মতামত ভেসে আসবে, গায়ে না মেখে স্রেফ নিজের কাজ করে যেতে হবে৷
সিংহ: জুলাই ২৩ থেকে অগাস্ট ২২।
অতীতের ভুল, ফেলে রাখা কাজ নিয়ে অনুশোচনা না করে ভবিষ্যতের লক্ষ্যে শৃঙ্খলাবদ্ধ হতে হবে।
আরও পড়ুন : দাম তো কমছে, স্বাদ ‘ভ্যানিশ’ ইলিশের… মন খারাপ বাঙালির! কবে ঢুকবে পদ্মার ইলিশ বাংলায়?
কন্যা: অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২।
স্বার্থসিদ্ধ করতে চায় এমন মানুষদের থেকে আজ দূরত্ব বজায় রাখলেই অহেতুক খরচ সামলানো যাবে৷
তুলা: সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২।
সমস্যা একদিনে তৈরিও হয় না, মেটেও না, এটা মাথায় রেখে আপাতত অস্থির না হয়ে ধৈর্য অবলম্বন করুন।
বৃশ্চিক: অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১।
তলে তলে যারা ক্ষতি করছে, তাদের চিনে নেওয়া যাবে, সতর্ক থাকাই বুদ্ধিমানের কাজ হবে।
ধনু: নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১।
চল্লিশোর্ধ্ব মহিলার পরামর্শ কাজে দেবে, অন্যের বক্তব্য মন দিয়ে শুনলে লাভ হবে।
মকর: ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯।
আত্মবিশ্বাস ভাল, তবে অতিরিক্ত নয়, পদক্ষেপের আগে নিজের এবং অন্যদের যাচাই করুন।
কুম্ভ: জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮।
মন বিভ্রান্ত হয়ে থাকবে, তাই আবেগের বশে সিদ্ধান্ত না নিয়ে নিজেকে সংযত রাখুন।
মীন: ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০।
ফেলে রাখা কাজ সহজেই শেষ হয়ে যাবে, পরিবার এবং কর্মক্ষেত্র উভয় পরিসরেই প্রশংসা মিলবে।
