TRENDING:

Panchang|| পঞ্জিকা ১৬ সেপ্টেম্বর: দেখে নিন নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্য লগ্ন!

Last Updated:

১৬ সেপ্টেম্বরের কিছুটা পড়েছে ২০৭৮ বিক্রম সম্বতের ভাদ্র মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: পঞ্চ অঙ্গের সমাহার, তাই জ্যোতিষশাস্ত্রের ভাষায় একে বলা হচ্ছে পঞ্চাঙ্গ বা পঞ্চিকা (Panchang 16 September 2021), সেখান থেকে অপভ্রংশে পঞ্জিকা। আদতে এটি গ্রহ-নক্ষত্র, বিশেষ করে চাঁদের অবস্থানের উপরে ভিত্তি করে রচিত প্রাচীন বৈদিক দিনপঞ্জি। যেখানে উল্লেখ থাকে নানা শুভ এবং অশুভ মুহূর্তের। প্রচলিত বিশ্বাস- এই মুহূর্তগুলিতে যে কাজ করা হচ্ছে, সেই অনুসারে শুভাশুভ ফললাভ হয়ে থাকে।
advertisement

এই সংক্রান্ত আলোচনায় আসার আগে আরেকটি কথা একটু ব্যাখ্যা না করলেই নয়। বলা তো হচ্ছে পাঁচটি অঙ্গ, কিন্তু এগুলো আসলে কী?

আরও পড়ুন: https://bengali.news18.com/news/business/new-business-idea-earn-huge-amount-of-money-from-aadhaar-and-amul-franchise-dc-659296.html

ভারতীয় দিনপঞ্জির (Panchang 16 September 2021) এই পাঁচটি অঙ্গ হল তিথি, বার, নক্ষত্র, যোগ এবং করণ। সেই অনুসারে ১৬ সেপ্টেম্বরের কিছুটা পড়েছে ২০৭৮ বিক্রম সম্বতের ভাদ্র মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে। রাজা বিক্রমাদিত্য যে বছর গণনার রীতি প্রবর্তন করেছিলেন, সেই বিক্রম সম্বত অনুসারে এই পঞ্জিকা নির্ধারণ করা হয়ে হয়েছে। বার হল বৃহস্পতি এবং এই দশমী তিথি থাকবে ১৬ সেপ্টেম্বর সকাল ৯টা ৩৬ মিনিট পর্যন্ত। এর পরে শুরু হয়ে যাবে শুক্লপক্ষের একাদশী তিথি।

advertisement

আরও পড়ুন: https://bengali.news18.com/news/business/start-investment-with-150-rupees-in-lic-new-children-money-back-plan-and-get-19-lac-rupees-benefit-dc-659283.html

পঞ্জিকা (Panchang 16 September 2021) মতে আজ সূর্যোদয় হয়েছে সকাল ৬টা ১৭ মিনিটে, সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে। অন্য দিকে, চন্দ্রোদয় হবে ১৬ সেপ্টেম্বর দুপুর ৩টে ২৯ মিনিটে। চন্দ্র অস্ত যাবে ১৭ সেপ্টেম্বর রাত ২টো ২৫ মিনিটে।

এই ২০৭৮ বিক্রম সম্বতের ভাদ্র মাসের শুক্লপক্ষের দশমী তিথির নক্ষত্র হল উত্তর আষাঢ়া। ১৭ সেপ্টেম্বর, ভোর ৪টে ০৯ মিনিট পর্যন্ত উত্তর আষাঢ়া নক্ষত্রের অবস্থান থাকবে। এর পর তিথিতে অবস্থান করবে শ্রবণা নক্ষত্র।

advertisement

সূর্য অবস্থান করবে সিংহ রাশিতে অবস্থান করবে ১৭ সেপ্টেম্বর রাত ১টা ১৯ মিনিট পর্যন্ত, তার পরে গমন করবে কন্যা রাশিতে। চন্দ্র অবস্থান করবে ধনু রাশিতে ১৬ সেপ্টেম্বর সকাল ১০টা ৪৩ মিনিট পর্যন্ত, তার পরে গমন করবে মকর রাশিতে।

আরও পড়ুন: https://bengali.news18.com/news/business/follow-these-steps-to-add-name-of-new-members-in-ration-card-dc-658752.html

শুভ মুহূর্ত- ১৬ সেপ্টেম্বর অভিজিৎ মুহূর্ত শুরু হচ্ছে সকাল ১১টা ৫৭ মিনিটে, শেষ হচ্ছে দুপুর ১২টা ৪৬ মিনিটে। অমৃতযোগ ১৬ সেপ্টেম্বর শুরু হচ্ছে রাত ৯টা ৫৭ মিনিটে, শেষ হচ্ছে রাত ১১টা ৩০ মিনিটে। এই অভিজিৎ মুহূর্ত এবং অমৃতকালকে ভারতীয় জ্যোতিষশাস্ত্রের অন্যতম পুণ্যলগ্ন বলে বিবেচনা করা হয়ে থাকে। যে কোনও নতুন কাজ, শুভ কাজ শুরু করার এটি প্রকৃষ্ট সময়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

অশুভ মুহূর্ত- পঞ্জিকা মতে ১৬ সেপ্টেম্বর রাহুকাল শুরু হচ্ছে দুপুর ১টা ৫২ মিনিটে, শেষ হচ্ছে দুপুর ৩টে ২৩ মিনিটে। এই সময়ে নতুন কোনও কাজ শুরু করাটা ঠিক হবে না।

Click here to add News18 as your preferred news source on Google.
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Panchang|| পঞ্জিকা ১৬ সেপ্টেম্বর: দেখে নিন নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্য লগ্ন!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল