পিআইবি (PIB) জানিয়েছে, এই দাবিটি ভুল:
সত্যতা যাচাই করে এই দাবিকে ভুল বলে জানিয়ে দিয়েছে পিআইবি। নিজেদের ফ্যাক্ট চেক (PIB Fact Check) ট্যুইটার হ্যান্ডল থেকে ট্যুইট করে তারা জানিয়েছে যে, ব্যাঙ্ক এমন কোনও নিয়ম তৈরি করেনি। পিআইবি স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে, এই দাবি একেবারেই মিথ্যা। ব্যাঙ্কের লেনদেনের ক্ষেত্রে কোনও নিয়ম পরিবর্তন করা হয়নি।
advertisement
আরও পড়ুন: কৃষকদের জন্য বড় সুখবর! ১২ দিনের মধ্যে আসতে পারে দ্বাদশ কিস্তির টাকা
প্রত্যেক মাসে ৫টি ট্রান্সেকশন:
পিআইবি ফ্যাক্টের তরফে জানানো হয়েছে যে, গ্রাহক নিজের ব্যাঙ্কের এটিএম থেকে প্রতি মাসে ৫টি লেনদেন বা ট্রান্সঅ্যাকশন বিনামূল্যে করতে পারেন। পরবর্তী লেনদেনের জন্য সর্বোচ্চ ২১ টাকা কাটা হবে।
সম্প্রতি পিআইবি ফ্যাক্ট চেক আরও একটি ভাইরাল দাবিকে ভুয়ো বলে আখ্যা দিয়েছে। এই ভাইরাল মেসেজে দাবি করা হচ্ছে যে, নরেন্দ্র মোদি সরকার আধার কার্ডধারী প্রত্যেককে ৪.৭৮ লক্ষ টাকা পর্যন্ত ঋণ প্রদান করবে। সত্যতা যাচাই করে পিআইবি জানিয়েছে যে, এই দাবি সম্পূর্ণ বিভ্রান্তিকর। এর কোনও ভিত্তি নেই। মোদী সরকার আধার কার্ডধারীদের কোনও প্রকার ঋণ দিচ্ছে না।
আরও পড়ুন: পেট্রোল-ডিজেলের নতুন দাম জারি! দেখে নিন আপনার শহরে কত হল
পিআইবি ফ্যাক্ট চেক কী?
পিআইবি ফ্যাক্ট চেক হল ভারত সরকারের অফিসিয়াল ফ্যাক্ট চেক সংস্থা। সোশ্যাল মিডিয়ায় প্রায় প্রত্যেক দিনই ভুল এবং বিভ্রান্তিকর খবর ভাইরাল হতে থাকে। পিআইবি ফ্যাক্ট চেক এই ধরনের ভুয়ো দাবিকে খণ্ডন করে এবং যাতে ভুয়ো খবর ছড়িয়ে না-পড়ে, সে-দিকে লক্ষ্য রাখে।