চাঁদের রং বদলে যাওয়ার পিছনে রয়েছে বিজ্ঞান। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের দীর্ঘ সময় ধরে একটু একটু করে পাল্টে যাচ্ছে চাঁদের মুখ। অন্ধকার থেকে বেরিয়ে আসছে রক্তবর্ণ চাঁদ। কিন্তু কেন বদলাচ্ছে রং? ব্যাখ্যাই বা কী? শুনুন কী বললেন জ্যোতির্বিজ্ঞানী।
প্রসঙ্গত, রবিবার ভারতীয় সময় ৮টা ৫৮ মিনিটে শুরু হয়েছে চন্দ্রগ্রহণের প্রাথমিক বা পেনাম্ব্রাল পর্যায়। ৯টা ৫৭ মিনিটে চাঁদের আংশিক গ্রহণ শুরু হয়। ধীরে ধীরে ফ্যাকাশে হয়ে উঠল চাঁদের রং। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শুরু হয় রাত ১১টায়। ১১টা ৪২ মিনিটের পর থেকে তা সব থেকে বেশি দৃশ্যমান হবে বলেই জানাচ্ছেন বিজ্ঞানীরা।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
September 07, 2025 11:53 PM IST
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
ধীরে ধীরে 'রক্তবর্ণ' চাঁদ! ব্লাড মুনের রং কেন বদলে যাচ্ছে? আসল কারণ জানেন? বলে দিলেন বিশেষজ্ঞ..!