মঙ্গলবার চন্দ্রগ্রহণটি ভারতের পূর্বাঞ্চলে পূর্ণগ্রহণ এবং ভারতের বাকি অংশে খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ হিসেবে দৃশ্যমান হবে। সেই কারণে সারা ভারত জুড়েই এই সময়ে সূতক পালন করা উচিত। বাইরের দেশে চন্দ্রগ্রহণ শুরু হবে দুপুর ২টা বেজে ৩৯ মিনিটে, তবে ভারতে চন্দ্রগ্রহণ শুরু হবে বিকাল ৫টা বেজে ২৯ মিনিট থেকে এবং স্থায়ী হবে সন্ধ্যা ৬টা বেজে ১৯ মিনিট পর্যন্ত।
advertisement
চন্দ্রগ্রহণ সম্পর্কিত তথ্য জানিয়েছেন পণ্ডিত পতঞ্জলি শর্মা ওরফে বান্টি বাবা। তিনি বলেছেন যে, ভারতে এই গ্রহণটি চাঁদের উদয় থেকে শুরু হবে এবং সন্ধ্যা ৬টা বেজে ১৯ মিনিট পর্যন্ত স্থায়ী হবে। ভারতের কিছু অংশে সম্পূর্ণ চন্দ্রগ্রহণ হবে এবং ভারতের বাকি অংশে আংশিক চন্দ্রগ্রহণ হবে।
চন্দ্রগ্রহণের ফলস্বরূপ সূতক কাল ভারতে শুরু হতে চলেছে সকাল ৮টা বেজে ৪০ মিনিটে এবং বিকেল ৫টা থেকে ৬টা ১৫ মিনিট পর্যন্ত ভারত জুড়ে বিভিন্ন স্থানে চন্দ্রোদয় অনুসারে গ্রহণ তার তুঙ্গস্থান স্পর্শ করবে। তিনি আরও জানিয়েছেন যে, ১৫ দিনের মধ্যে এটি দ্বিতীয় গ্রহণ এবং একই পক্ষের মধ্যে দুটি গ্রহণের ফল সাধারণত সমাজ, দেশ বা বিশ্বের কারও জন্যই ভাল হয় না সচরাচর। কিন্তু এতে মিথুন, কর্কট, বৃশ্চিক এবং কুম্ভ রাশির মানুষরা যেমন একদিকে লাভবান হবেন, তেমনই অন্য দিকে মেষ, বৃষ, কন্যা এবং মকর রাশির মানুষরা এতে ক্ষতিগ্রস্থ হতে পারেন। রাশিচক্রের অন্যান্য রাশির ক্ষেত্রে ফলাফল স্বাভাবিক থাকবে।
আরও পড়ুন- এফডি-তে ৮% সুদ দিচ্ছে বন্ধন ব্যাঙ্ক; চালু হল নতুন মেয়াদ কাল
অন্য দিকে, ৮ নভেম্বর সন্ধ্যায় গ্রহণের শুদ্ধির পর দেব দীপাবলিও রয়েছে। কোনও শুভ শাস্ত্রীয় কাজ সূতক কালে করা হয় না, কারণ চন্দ্র বা সূর্যগ্রহণকে জ্যোতির্বিদ্যায় বিশেষ একটি ঘটনা হিসেবে দেখা হয়। তাই সূতক চলার সময়ে বয়স্ক, শিশু, গর্ভবতী ও অসুস্থ ব্যক্তি ছাড়া খাবার গ্রহণ করা উচিত নয়। গ্রহণ চলাকালীন ইষ্ট দেবতার নাম স্মরণ করতে হয়। এই সময়ে মনে কোনও ভয়কে স্থান দিতে হয় না। এই সময় ইষ্ট দেবতার নাম স্মরণ করলে অনেক দোষ ও ক্ষতি থেকে মুক্তিলাভ হবে বলে জানিয়েছেন তিনি।