চাণক্য নীতি অনুসরণ করে বহু মানুষের চলার পথ যেমন মসৃণ হয়েছে, তেমনই সাফল্য ফিরে পেয়েছেন অনেকেই৷ এমনকী ভাল ও মন্দেরও সঠিক দিশা খুঁজে পেয়েছেন একাংশ৷
চাণক্য নীতি অনুসরণ করে চললে জীবনে কোনওদিন সুখ ও শান্তির অভাব হয় না৷ ওনার মতে, লেখাপড়ার মধ্য দিয়ে আমরা যা শিখি, তা সারাজীবনের পাথেয় হয়েই থেকে যায়৷ এটা কেউ কেড়ে নিতে পারে না৷
advertisement
মন সবসময় স্থির রাখার পরামর্শ দিয়েছেন চাণক্য৷ তাহলেই প্রকৃত মানুষ চিনতে পারা যায়৷
চাণক্য মতে, রাগ হল সবচাইতে বড় শত্রু৷ জীবন থেকে রাগ সবার আগে ঝেড়ে ফেলতে হবে৷ কারণ একজন রাগী মানুষ কঠোর পরিশ্রম করলেও রাগের কারণে তার সবকিছুই নষ্ট হয়ে যেতে পারে৷ রাগ হলে সঠিক সিদ্ধান্ত নেওয়া যেমন সম্ভব নয়, তেমনই কোনটা ঠিক কোনটা ভুল তাও স্থির করা যায় না৷
চাণক্য বলেছেন, কখনওই কাউকে অতিরিক্ত বিশ্বাস করে সবচেয় গোপন কথাটি বলে ফেলা ঠিক নয়৷ কারণ আপনার ওই গোপন কথাটির কারণেই সেই ব্যক্তি আপনার ধ্বংসের কারণ হতে পারে৷ সেই কাছের ব্যক্তিটি আপনার জীবনের সবচেয়ে বড় শত্রু হয়ে উঠতে পারে৷
চাণক্য মতে, প্রয়োজনের চেয়ে বেশি দৃঢ় মনোভাব পোষণ করলে গোটা বিশ্বই আপনাকে বোকা বানাবে৷
চাণক্য বলেছেন, কোনও কিছুর উপর লোভ করা যাবে না৷ কারণ লোভের কারণেই জীবনের গুরুত্বপূর্ণ জিনিস নষ্ট হয়ে যায়৷ যার ফলে লাভের চেয়ে ক্ষতি হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকে৷
জীবনে কোনও না কোনও সময় একাধিক সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠতে হয়৷ তবে সবসময় নিজের লক্ষ্যে স্থির থাকার পরামর্শ দিয়েছেন চাণক্য৷ তাহলেই দ্রুত সাফল্য আসবে জীবনে৷ অর্থনীতিবিদ ও কূটনীতিবিদ চাণক্যের এই গুরুত্বপূর্ণ নীতিগুলি অনুসরণ করলে আপনারও জীবন মুহূর্ত বদলে যাবে৷ নিজের শত্রুকেও খুব তাড়াতাড়ি চিনে নিতে পারবেন৷
