বৃষ রাশি:
মিথুন রাশিতে বুধের গোচর বৃষ রাশির জাতক-জাতিকাদের জন্য শুভ বলে প্রমাণিত হবে। বুধের গোচরের প্রভাবে আয় বৃদ্ধি পাবে এই রাশির জাতক-জাতিকাদের। তাঁদের আয়ের নতুন উৎস তৈরি হবে এবং পুরনো কোনও উৎস থেকেও অর্থের আগমন ঘটতে পারে। তাঁদের জীবনে সুসংবাদ আসবে। বৃষ রাশির যেসব জাতক-জাতিকা এই সময় চাকরি বা কাজ খুঁজছেন, তাঁরা এই সময় সাফল্য লাভ করতে পারেন। এই গোচর বৃষ রাশির জাতক-জাতিকা ব্যবসায়ীদের জন্যও অত্যন্ত লাভজনক ফল বয়ে আনবে।
advertisement
সিংহ রাশি:
বুধের রাশি পরিবর্তন সিংহ রাশির জন্য শুভ হতে চলেছে। এই রাশির জাতক-জাতিকাদের আর্থিক অবস্থা মজবুত হবে। তাঁদের জীবনে অর্থের আগমন ঘটবে। সিংহ রাশির জাতক-জাতিকারা এই গোচরের প্রভাবে অর্থ সঞ্চয়েও সফল হবেন। তাঁদের স্বাস্থ্য ভাল থাকবে। চাকরি এবং পেশাগত দিক থেকেও এই সময়টা ভাল যাবে।
মকর রাশি:
বুধের গোচরের ফলে চাকরিক্ষেত্রে শুভ ফলাফল লাভ করতে পারবেন মকর রাশির জাতক-জাতিকারা। এই রাশির জাতক-জাতিকা চাকরিজীবীরাও কার্যক্ষেত্রে আয় বৃদ্ধির সঙ্গে সঙ্গে পদোন্নতি লাভ করতে পারেন। একটি গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব হাতে পাওয়ার যোগও প্রবল। মকর রাশির জাতক-জাতিকাদের আয়ের নতুন উৎস তৈরি হবে। তাঁদের অমীমাংসিত কাজ সম্পন্ন হবে। এই রাশির জাতক-জাতিকার ভাগ্য সহায় হবে।
আরও পড়ুন : আজ গঙ্গা দশহরায় ভুলেও খাবেন না ১ শাক ও ২ সবজি! অভাবের কালো ছায়ায় তছনছ সংসার! লন্ডভন্ড পরিবার!
মীন রাশি:
মিথুন রাশিতে বুধের গোচর মীন রাশির জাতক-জাতিকাদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। তাঁরা কেরিয়ারে নতুন উচ্চতায় পৌঁছে যেতে পারেন। ব্যবসার ক্ষেত্রেও নতুন অংশীদারিত্বের সুযোগও পেতে পারেন এই রাশির জাতক-জাতিকারা। তাঁরা বিনিয়োগ থেকে লাভবান হতে পারেন। অর্থ উপার্জনের সুযোগ পেতে পারেন এই রাশির জাতক-জাতিকারা। তাঁদের জীবনে বুধ গোচরের প্রভাবে ইতিবাচক পরিবর্তন আসবে।