TRENDING:

Budh Gochar 2023: বুধের অবস্থান পরিবর্তনে তৈরি হতে চলেছে রাজযোগ! কারা কারা লাভবান হবেন এতে?

Last Updated:

Budh Gochar 2023: জ্যোতিষশাস্ত্রে এই রাজযোগকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। যদিও এই রাশিচক্রের পরিবর্তন ১২টি রাশির সমস্ত জাতক-জাতিকাদের জীবনকেই প্রভাবিত করবে, তবে এতে বিশেষ করে ৩টি রাশির জাতক-জাতিকারা অত্যন্ত লাভবান হবেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: জ্যোতিষশাস্ত্র অনুসারে, প্রতিটি গ্রহই একটি নির্দিষ্ট সময় অন্তর নিজের অবস্থান পরিবর্তন করে। যেহেতু আমাদের জ্যোতিষশাস্ত্র অনুসারে, প্রতিটি গ্রহই প্রতিটি রাশির সঙ্গে সম্পর্কিত, তাই যখনই কোনও গ্রহ এক রাশি থেকে অন্য রাশিতে স্থানান্তরিত হয় তখন গ্রহের অবস্থান পরিবর্তনে বিভিন্ন রাশির জাতক-জাতিকাদের জীবনও প্রভাবিত হয়। বৈদিক শাস্ত্র মতে বুধকে গ্রহদের রাজপুত্র বলা হয়েছে। আগামী ফেব্রুয়ারি মাসের শুরুতে বুধ মকর রাশিতে পাড়ি দিতে চলেছেন। বুধের এই পরিবর্তনে মকর রাশিতে ত্রিভুজ রাজযোগ তৈরি হবে। জ্যোতিষশাস্ত্রে এই রাজযোগকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। যদিও এই রাশিচক্রের পরিবর্তন ১২টি রাশির সমস্ত জাতক-জাতিকাদের জীবনকেই প্রভাবিত করবে, তবে এতে বিশেষ করে ৩টি রাশির জাতক-জাতিকারা অত্যন্ত লাভবান হবেন।
বুধের অবস্থান পরিবর্তনে তৈরি হতে চলেছে রাজযোগ! কারা কারা লাভবান হবেন এতে?
বুধের অবস্থান পরিবর্তনে তৈরি হতে চলেছে রাজযোগ! কারা কারা লাভবান হবেন এতে?
advertisement

আরও পড়ুন- সংক্রান্তির পরেই শনিদেবের গোচরে ঘুরতে চলেছে ভাগ্যের চাকা, আপনার কপালে কী আছে?

মেষ রাশি

আসন্ন বুধের অবস্থান পরিবর্তন মেষ রাশির জাতক-জাতিকাদের উপর শুভ প্রভাব ফেলবে। এই রাশি পরিবর্তনের ফলে তৈরি হওয়া রাজযোগ মেষ রাশির দশম ঘরে গঠিত হতে চলেছে, এর ফলে প্রতিটি কাজে সাফল্য আসবে। নতুন চাকরির সুযোগ আসবে। কর্মক্ষেত্রে প্রতিপত্তি ও সম্মান বৃদ্ধি পাবে। ব্যবসায়ীরা প্রচুর মুনাফা লাভ করতে পাবেন।

advertisement

মকর রাশি

আগামী ফেব্রুয়ারি মাসে এই রাশির জাতক-জাতিকাদের জন্য বুধের এই অবস্থান পরিবর্তন সুখবর বয়ে আনতে চলেছে। কেন্দ্রীয় ত্রিকোণ রাজযোগের কারণে এই রাশির জাতক-জাতিকাদের নতুন কাজের সুযোগ আসবে। আয়ের নতুন উৎস তৈরি হবে। অবিবাহিতদের বিয়ে হতে পারে। জাতক-জাতিকারা নানা মানসিক চাপ থেকে মুক্তি পাবেন।

advertisement

আরও পড়ুন-সাবধান! সংক্রান্তির আগে সূর্য ও শনির বিরল সংযোগে চাঞ্চল্য সৃষ্টি হতে পারে এই সব রাশির জাতক-জাতিকার জীবনে

তুলা রাশি

আগামী ফেব্রুয়ারি মাসে তুলা রাশির চতুর্থ ঘরে বুধের অবস্থান পরিবর্তন হবে। অন্য দিকে, এই পরিবর্তন থেকে গঠিত কেন্দ্রীয় রাজযোগ তুলা রাশির জাতক-জাতিকাদের জন্য অনুকূল ফল বয়ে আনবে। এই সময়ে বৈষয়িক বিষয়ে বিলাস বাড়তে পারে। যানবাহন ও সম্পত্তি কেনারও সম্ভাবনা রয়েছে। সম্পত্তি সংক্রান্ত কাজ করলে তা ভবিষ্যতের জন্য ফলদায়ক প্রমাণিত হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মাটির বাড়ি মেরামত করতে গিয়ে মর্মান্তিক পরিণতি! হঠাই ধসে পড়ল...!
আরও দেখুন

প্রতিবেদনের লেখা তথ্য News18বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷

বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Budh Gochar 2023: বুধের অবস্থান পরিবর্তনে তৈরি হতে চলেছে রাজযোগ! কারা কারা লাভবান হবেন এতে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল