মেষ রাশি:
মেষ রাশির জাতক-জাতিকারা বুধের গমনে লাভবান হবেন। তাঁদের ভাগ্যনক্ষত্র উজ্জ্বল হতে চলেছে এবং তাঁরা জীবনের প্রতিটি কাজে সাফল্য পাবেন। যাঁরা অধ্যয়নের সঙ্গে যুক্ত তাঁরা নানা সুযোগ সুবিধা পাবেন। কেউ কেউ বিদেশ সফরে যাওয়ারও সুযোগ পাবেন। যে কোনও গুরুত্বপূর্ণ পরীক্ষা বা ইন্টারভিউতে যাঁরা অংশ নেবেন তাঁরাও সাফল্য পেতে পারেন। জাতক-জাতিকারা আর্থিক ভাবেও লাভবান হবেন।
advertisement
আরও পড়ুন- কেতুর দোষ না ধনদোষ? ছায়া গ্রহের গোচর কী নিয়ে আসছে ভাগ্যে নতুন বছরে
মিথুন রাশি:
মিথুন রাশির অধিপতি বুধ গ্রহ। বুধের গমনে এই রাশির জাতক-জাতিকারা নানা ভাবে উপকৃত হবেন। দাম্পত্য জীবনে সুখ বজায় থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে সুন্দর মুহূর্ত উপভোগ করবেন। স্বাস্থ্য ভাল থাকবে। যাঁরা পার্টনারশিপে কাজ করছেন তাঁরাও লাভবান হবেন। আর্থিক ভাবে জাতক-জাতিকারা অত্যন্ত লাভবান হবেন। অবিবাহিত ব্যক্তিদের বিয়ের যোগ তৈরি হচ্ছে।
ধনু রাশি:
বুধ তাঁর রাশি পরিবর্তন করে ধনু রাশিতে প্রবেশ করবেন এবং ৭ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখ পর্যন্ত সেখানেই অবস্থান করবেন। এই সময়ে এই রাশির জাতক-জাতিকারা খুবই উপকৃত হবেন। কর্মজীবনে তাঁরা অগ্রগতি লাভ করবেন। ব্যবসায়িক পরিসীমা বাড়বে। বেড়াতে যাওয়ার সুযোগ মিলতে পারে। বিনিয়োগের জন্য এটি ভাল সময়। আটকে থাকা কাজ সম্পন্ন হবে। বিতর্কিত বিষয়ে সাফল্য আসতে চলেছে।
আরও পড়ুন- বছর শুরু হতে চলেছে শনিদেবের বিপরীত গোচর দিয়ে, কার ভাগ্যে কী রয়েছে?
কুম্ভ রাশি:
বুধের রাশি পরিবর্তন কুম্ভ রাশির জাতক-জাতিকাদের দারুণ সুযোগ-সুবিধা দেবে। তাঁদের আয় বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে। চাকরিজীবীরা কর্মক্ষেত্রে পদোন্নতি পেতে পারেন। ব্যবসায়ীরা লাভবান হবেন। আয়ের নতুন পথ তৈরি হবে। রাজনীতির সঙ্গে সক্রিয় ভাবে যুক্ত ব্যক্তিরা বড় পদ পেতে পারেন। বিনিয়োগ থেকে জাতক-জাতিকারা দারুন লাভ পাবেন।
মীন রাশি:
বুধের গমন মীন রাশির জাতক-জাতিকাদের জীবনে উন্নতির সুযোগ নিয়ে আসবে। ব্যবসার জন্য এই সময়টি চমৎকার প্রমাণিত হতে পারে। নতুন চাকরির প্রস্তাব আসতে পারে বা যাঁরা ইতিমধ্যেই চাকরি করছেন তাঁদের পদোন্নতি হতে পারে। ব্যবসায়ীরা আর্থিক সাফল্য পেতে পারেন।
Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷