অক্টোবর মাসে বুদ্ধিদাতা বুধ কন্যা রাশি থেকে তুলা রাশিতে নিজের অবস্থান পরিবর্তন করেছে। আগামী ১৩ নভেম্বর পর্যন্ত বুধ এই রাশিতেই অবস্থান করবে। জ্যোতিষশাস্ত্রে এই রাশির অবস্থান পরিবর্তন পাঁচটি রাশির জন্য আগাম শুভবার্তা বয়ে এনেছে। জাতক-জাতিকারা এই সময় অর্থোপার্জন, স্বাস্থ্য ও কেরিয়ার সমস্ত ক্ষেত্রেই উন্নতি করতে পারবেন।
মেষ:
বুধের অবস্থান পরিবর্তনে মেষ রাশির জাতক-জাতিকারা প্রত্যেক ক্ষেত্রেই দুর্দান্ত সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন, এতে তাঁদের আর্থিক ও অন্যান্য ক্ষেত্রে উন্নতি হবে। যাঁরা পার্টনারশিপে ব্যবসা করতে চান, করতে পারেন, এতে লাভবানই হবেন। দীর্ঘ দূরত্বে ভ্রমণের সম্ভাবনা রয়েছে। ধনপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে।
advertisement
মিথুন:
মিথুন রাশির ভাগ্য প্রজ্জ্বলিত হতে চলেছে। কেরিয়ার ও শিক্ষাদিক্ষা উভয় ক্ষেত্রেই জাতক-জাতিকারা দারুন সাফল্য পাবেন। এই সময় কোনও শুভ কাজের সূচনা করা যেতে পারে, এতে দীর্ঘসময় ধরে জাতক-জাতিকারা লাভবান হবেন।
কর্কট:
কর্কট রাশির জাতক-জাতিকারা বুধের গোচরে অত্যন্ত লাভবান হবেন। বিভিন্ন দিক থেকে আয়ের উৎস খুলে যাবে। আয় বৃদ্ধি হবে। ধনপ্রাপ্তির অত্যন্ত শুভ যোগ রয়েছে। বকেয়া থাকা টাকাও ফেরত পেতে পারেন। কর্মক্ষেত্রে প্রমোশন পাওয়ার সম্ভাবনা রয়েছে। সন্তানের দিক থেকে শুভ সংবাদ পেতে পারেন।
আরও পড়ুন- রাশিফল ৩১ অক্টোবর; দেখে নিন কেমন যাবে আজকের দিন
সিংহ:
বুধের গোচরে সিংহ রাশির জাতক-জাতিকাদের শুভ দিন পুনরায় ফেরত আসতে চলেছে। গৃহে সুখ ও শান্তি বজায় থাকবে। পারিবারিক সম্পর্কে সুখ বজায় থাকবে। ধনপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে। আর্থিক বিষয়ে আগামী দুই থেকে তিন সপ্তাহ এই জাতক-জাতিকাদের জন্য অত্যন্ত শুভ সপ্তাহ প্রমাণ হতে চলেছে।
ধনু:
বুধের অবস্থান পরিবর্তন ধনু রাশির জাতক-জাতিকাদের জন্যেও অত্যন্ত শুভ প্রমাণ হতে চলেছে। জাতক-জাতিকারা বিভিন্ন সূত্র থেকে ধনপ্রাপ্ত হবেন। আর্থিক বিষয়ে চারদিক থেকে লাভ হবে। স্বাস্থ্যও ভাল থাকবে, যাঁদের বাড়িতে দীর্ঘ সময় ধরে কোনও বয়স্ক মানুষ অসুস্থ হয়ে রয়েছেন তাঁরাও সুস্থ হয়ে উঠবেন।