মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯
ভাইয়ের কপালে কেশরের ফোঁটা আর হাতে লাল সুতো বেঁধে দিতে হবে। ফোঁটা দেওয়ার সময় কালো পোশাক পরলে ভালো।
বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০
ফোঁটা দেওয়ার সময় বোনেদের সবুজ পোশাক পরলে হবে না। কেশর ও হলুদ মিশিয়ে ফোঁটা দিতে হবে এবং লাল ও হলুদ সুতো বেঁধে দিতে হবে হাতে।
advertisement
মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০
কপালে লাল সিঁদুরের টিকা দিতে হবে একবারে। বোনরা নীল রঙের জামা পরবে এবং ভাইয়ের হাতে হলুদ সুতো বেঁধে দেবে।
কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২
বোনেদের সবুজ জামা পরলে চলবে না। হলুদ ও কেশর মিশিয়ে ফোঁটা দিতে হবে এবং হাতে হলুদ সুতো বেঁধে দিতে হবে।
সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগাস্ট ২২
কালো জামা পরে ফোঁটা দিতে হবে। কেশর দিয়ে ফোঁটা দিতে হবে এবং হাতে লাল সুতো বেঁধে দিতে হবে।
আরও পড়ুন: এই ফোঁটায় পায়েসের বদলে ভাইয়ের জন্য থাক পুষ্টিকর, জিভে জল আনা মিষ্টি, রইল রেসিপি
কন্যা (Virgo): অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২
লাল সিঁদুর দিয়ে ফোঁটা দিতে হবে ভাইয়ের কপালে। বোনেরা হলুদ রঙের সুতো বেঁধে দেবে এবং নীল রঙের জামা পরে থাকবে।
তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২
ভুলেও যেন বোনেরা সবুজ জামা না পরে ফোঁটা দেওয়ার সময়। হলুদ আর কেশর মিশিয়ে ফোঁটা দিতে হবে ভাইয়ের কপালে।
বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১
কালো জামা পরতে হবে বোনেদের। ভাইয়ের কপালে দিতে হবে কেশরের ফোঁটা আর হাতে বাঁধতে হবে লাল সুতো।
ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১
সাদা জামা পরে ভাইয়ের কপালে হলুদ দিয়ে ফোঁটা দিতে হবে।
মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯
লাল চন্দন দিয়ে ফোঁটা দিতে হবে। বোনেরা পরবে সোনালি রঙের পোশাক এবং ভাইয়ের হাতে কালো সুতো বেঁধে দেবে।
আরও পড়ুন: ফোঁটায় ভাইয়ের মিষ্টির থালা সাজান রাশি অনুয়ায়ী, রসনা তৃপ্তি তো হবেই, চিরস্থায়ী ঠাঁই নেবেন মা লক্ষ্মীও
কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮
লাল চন্দন দিয়ে ফোঁটা দিতে হবে। বোনেরা যেন সোনালি রঙের পোশাক না পরে এবং ভাইয়ের হাতে কালো সুতো বেঁধে দেবে।
মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০
সাদা জামা পরে হলুদ দিয়ে টিকা দিতে হবে ভাইয়ের কপালে।