TRENDING:

Bhai Dooj 2021 | Zodiac Special: ফোঁটার সময় ভাইয়ের মঙ্গলকামনায় এই কাজগুলো করলে সার্থক ভ্রাতৃদ্বিতীয়া, জানুন রাশিচক্র মেনে...

Last Updated:

এবারের ভাইফোঁটায় ফোঁটা দেওয়ার সময় মেনে চলুন কিছু নিয়ম; এতে জীবন আরও সুন্দর হবে ভাইয়ের। (Bhai Dooj 2021 | Zodiac Special)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ভাইফোঁটা করার অর্থ হল ভাইয়ের জন্য সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করা (Bhai Dooj 2021 | Zodiac Special)। এবারের ভাইফোঁটায় ফোঁটা দেওয়ার সময় মেনে চলুন কিছু নিয়ম; এতে জীবন আরও সুন্দর হবে ভাইয়ের। (Bhai Dooj 2021 | Zodiac Special)
ফোঁটার সময় ভাইয়ের মঙ্গলকামনায় এই কাজগুলো করলে সার্থক ভ্রাতৃদ্বিতীয়া, জানুন রাশিচক্র মেনে...
ফোঁটার সময় ভাইয়ের মঙ্গলকামনায় এই কাজগুলো করলে সার্থক ভ্রাতৃদ্বিতীয়া, জানুন রাশিচক্র মেনে...
advertisement

মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯

ভাইয়ের কপালে কেশরের ফোঁটা আর হাতে লাল সুতো বেঁধে দিতে হবে। ফোঁটা দেওয়ার সময় কালো পোশাক পরলে ভালো।

বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০

ফোঁটা দেওয়ার সময় বোনেদের সবুজ পোশাক পরলে হবে না। কেশর ও হলুদ মিশিয়ে ফোঁটা দিতে হবে এবং লাল ও হলুদ সুতো বেঁধে দিতে হবে হাতে।

advertisement

মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০

কপালে লাল সিঁদুরের টিকা দিতে হবে একবারে। বোনরা নীল রঙের জামা পরবে এবং ভাইয়ের হাতে হলুদ সুতো বেঁধে দেবে।

কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২

বোনেদের সবুজ জামা পরলে চলবে না। হলুদ ও কেশর মিশিয়ে ফোঁটা দিতে হবে এবং হাতে হলুদ সুতো বেঁধে দিতে হবে।

advertisement

সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগাস্ট ২২

কালো জামা পরে ফোঁটা দিতে হবে। কেশর দিয়ে ফোঁটা দিতে হবে এবং হাতে লাল সুতো বেঁধে দিতে হবে।

আরও পড়ুন: কপালে ফোঁটা আর পাতে গরম গরম মাছের কচুরি! ভাইকে খাইয়ে চমকে দিন...

কন্যা (Virgo): অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২

advertisement

লাল সিঁদুর দিয়ে ফোঁটা দিতে হবে ভাইয়ের কপালে। বোনেরা হলুদ রঙের সুতো বেঁধে দেবে এবং নীল রঙের জামা পরে থাকবে।

তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২

ভুলেও যেন বোনেরা সবুজ জামা না পরে ফোঁটা দেওয়ার সময়। হলুদ আর কেশর মিশিয়ে ফোঁটা দিতে হবে ভাইয়ের কপালে।

বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১

advertisement

কালো জামা পরতে হবে বোনেদের। ভাইয়ের কপালে দিতে হবে কেশরের ফোঁটা আর হাতে বাঁধতে হবে লাল সুতো।

ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১

সাদা জামা পরে ভাইয়ের কপালে হলুদ দিয়ে ফোঁটা দিতে হবে।

মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯

লাল চন্দন দিয়ে ফোঁটা দিতে হবে। বোনেরা পরবে সোনালি রঙের পোশাক এবং ভাইয়ের হাতে কালো সুতো বেঁধে দেবে।

আরও পড়ুন: মিষ্টিমুখ হোক যথাযথ, দেখে নিন রাশি অনুসারে কী রাখা যায় ভাইফোঁটার মিষ্টির থালায়!

কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮

লাল চন্দন দিয়ে ফোঁটা দিতে হবে। বোনেরা যেন সোনালি রঙের পোশাক না পরে এবং ভাইয়ের হাতে কালো সুতো বেঁধে দেবে।

মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সাদা জামা পরে হলুদ দিয়ে টিকা দিতে হবে ভাইয়ের কপালে।

বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Bhai Dooj 2021 | Zodiac Special: ফোঁটার সময় ভাইয়ের মঙ্গলকামনায় এই কাজগুলো করলে সার্থক ভ্রাতৃদ্বিতীয়া, জানুন রাশিচক্র মেনে...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল