TRENDING:

Oracle Speaks: ওরাকল স্পিকস ৮ জুলাই; সাবধান হয়ে যান, আজ বিশ্বস্ত কারও কাছ থেকে প্রতারিত হওয়ার সম্ভাবনা

Last Updated:

Oracle Speaks: জেনে নেওয়া যাক জন্মদিন মিলিয়ে কোন রাশির জাতক-জাতিকার ভাগ্য নিয়ে কী বলছেন তিনি আজকের দিনে!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: অলটারনেটিভ এবং লজিস্টিক হিলিংয়ের প্রসঙ্গে সিতারা- দ্য ওয়েলনেস স্টুডিওর (Citaaraa- The Wellness Studio) বিশেষজ্ঞা পূজা চন্দ্রর (Pooja Chandra) কথা আলাদা করে উল্লেখ করতেই হয়। অতি শৈশব থেকে নানা আধ্যাত্মিক অভিজ্ঞতা যাত্রাপথ তাঁর সংবেদনশীলতা বৃদ্ধি করেছে, এক ঝলকেই তিনি বলতে পারেন কে কেন কষ্টে রয়েছেন। প্যাশনেট ব্লগার পূজা এবার কলম ধরেছেন আমাদের জন্য, ভাগ করে নিচ্ছেন জীবন উন্নত করে তোলার সাপেক্ষে তাঁর দৃষ্টিভঙ্গী। জেনে নেওয়া যাক জন্মদিন মিলিয়ে কোন রাশির জাতক-জাতিকার ভাগ্য নিয়ে কী বলছেন তিনি আজকের দিনে!
advertisement

আরও পড়ুন: facebook-WhatsApp-এই ব্যাঙ্ক জালিয়াতির নয়া ফাঁদ! সতর্কতা দেশের এই বড় ব্যাঙ্কের

মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯।অতীত কর্মের জন্য অনুশোচনা হচ্ছে। কোনও সহযোগী তা নিয়মিত মনে করিয়ে দিচ্ছেন। জবাবদিহি করা কঠিন হতে পারে।লাকি সাইন – একটি প্রতিবিম্ব

বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০।অনেক দিন ধরে আটকে থাকা কাজ শেষ করার চেষ্টা করলেও তা পিছিয়ে যেতে পারে। বিনিয়োগের জন্য উপযুক্ত সময়।লাকি সাইন – একটি রুপোলি মোমবাতি

advertisement

মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০।বিশ্বস্ত কারও কাছ থেকে প্রতারিত হওয়ার সম্ভাবনা, নির্ভরতা কমানো দরকার।লাকি সাইন- একটি রত্ন

আরও পড়ুন : কবে বিয়ে? কত দূরে হবে শ্বশুরবাড়ি? বিয়ের আগেই সব জানুুন আপনার রাশি মিলিয়ে!

কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২।নিজের দক্ষতা ও তৎপরতায় যে সাফল্য এসেছে তা সাধুবাদযোগ্য। নতুন ব্যবসার পরিকল্পনা করলে তা ফলপ্রসূ হতে পারে।লাকি সাইন- একটি হলুদ পাথর

advertisement

সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগাস্ট ২২।আর্থনৈতিক লাভের সম্ভাবনা। অংশীদারিত্বে নতুন সম্পত্তি আসতে পারে।লাকি সাইন- একটি মোমবাতি

কন্যা (Virgo): অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২।নেতৃত্ব দানের ক্ষমতা বৃদ্ধি পাবে। প্রতিটি কাজ নিখুঁত করার প্রতি মনোযোগ উন্নতিতে সাহায্য করবে।লাকি সাইন- একটি বুদ্ধ মূর্তি

তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২।কর্মক্ষেত্রে কোনও আকর্ষণীয় খবর অপেক্ষা করে রয়েছে। অপরিচিত কাউকে টাকা ধার দেওয়ার দরকার নেই।লাকি সাইন- একটি ইনডোর প্লান্ট

advertisement

বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১।বিদেশ ভ্রমণের পরিকল্পনা করা যেতে পারে। বিলাস ব্যসনে কাটতে পারে দিনটি।লাকি সাইন– একটি ঘর

আরও পড়ুন : সংখ্যাতত্ত্বে ৮ জুলাই, কেমন যাবে দিন? দেখে নিন জন্মদিন মিলিয়ে...

ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১।কারও প্রতি অতিরিক্ত আবেগ প্রবণ হয়ে পড়া উচিত নয়। নিজেকে বের করে এনে স্বাধীন ভাবে বাঁচা দরকার।লাকি সাইন– এক লতা

advertisement

মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯।কারও সঙ্গে অংশীদারিত্ব যাওয়ার আদর্শ সময়। অকারণ চিন্তার প্রয়োজন নেই।লাকি সাইন– একটি প্রজাপতি

কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮।ভিত্তি নির্ভর চিন্তা ভাবনা করা দরকার। তাতে স্বচ্ছতা বজায় থাকবে। সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে ধৈর্য ধরতে হবে।লাকি সাইন– ক্যানভাস

মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০।নতুন কিছু শুরু করার পক্ষে আদর্শ দিন। তবে তার আগে জোরদার প্রস্তুতি রাখতে হবে।লাকি সাইন- দু’টি পালক

পূজা চন্দ্র বিষয়ে কিছু তথ্য:

পূজা চন্দ্র পেশায় একজন হলিস্টিক হিলিং প্র্যাকটিশনার। এরই পাশাপাশি পূজা রেইকি গ্র্যান্ডমাস্টার এবং অন্যান্য হিলিং সার্টিফায়েড মোড নিয়ে গবেষণা করেছেন। টেরোট কার্ড পড়ার পাশাপাশি থেটা, বুদ্ধিস্ট, চক্র এবং পেট হিলিং থেরাপির মতো একাধিক বিষয়ে দক্ষ পূজা চন্দ্র হিলিং এবং এর বিকল্প থেরাপি বিষয়ে সিদ্ধহস্ত।

বিগত ত্রিশ বছরের অভিজ্ঞতা এবং অনুশীলনে হিলিং থেরাপি নিয়ে পূজা এক একটি অসাধারণ কৌশল বা উপায় আবিষ্কার করেছেন।

শৈশব থেকেই একাধিক আধ্যাত্মিক বিষয়ে নিযুক্ত থেকে নিজের মনস্তাত্ত্বিক ক্ষমতাকে তিনি অসাধারণ স্তরে বিকশিত করতে সক্ষম হয়েছেন। দীর্ঘ জীবনের পরিচর্যায় পূজা একজন সহানুভূতিশীল কিশোরী থেকে উন্নত মানের হিলিং থেরাপিস্ট হিসেবে নিজেকে গড়ে তুলেছেন।

পূজা মূলত এমন মানুষদের সঙ্গে কাজ করেন যাঁরা বিভিন্ন ধরনের মানসিক বা শারীরিক উদ্বেগজনিত সমস্যায় ভোগেন। নিজের দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতায় পূজা খুব সহজেই তাঁদের সাইকোলজিক্যাল সিস্টেম এবং সমস্যার জায়গাগুলি অনুধাবন করতে পারেন।

একজন অভিজ্ঞ হিলিং থেরাপিস্ট হিসাবে পূজা বিশ্ব জুড়ে যে কোনও জায়গায় ব্যক্তিগতভাবে এবং দূরত্বে থাকা মানুষদেরও কার্যকর হিলিং সেশন অফার করেন৷ যাঁরা পূজার সঙ্গে যোগাযোগে আগ্রহী তাঁরা তাঁর ওয়েবসাইটে www.citaaraa.com থেরাপি সংক্রান্ত যাবতীয় তথ্য পেয়ে যাবেন। ওই ওয়েবসাইটে থেরাপির বর্ণনার পাশাপাশি যাঁরা হিলিং থেরাপির সাহায্য নিয়ে সুস্থ হয়েছেন এমন মানুষরাও তাঁদের অভিজ্ঞতা বর্ণনা করেছেন।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তবে কেবলমাত্র হিলিং থেরাপিস্টই নন, পূজা চন্দ্র সেই সঙ্গে একজন দক্ষ লেখক, কবি এবং একজন ব্লগারও। তিনি প্রধানত তাঁর নিবন্ধ এবং প্রকাশিত ব্লগের মাধ্যমে নিজের দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা শেয়ার করতে পছন্দ করেন যা জীবন সম্পর্কে আমাদের নতুন কিছু শেখায়।

বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Oracle Speaks: ওরাকল স্পিকস ৮ জুলাই; সাবধান হয়ে যান, আজ বিশ্বস্ত কারও কাছ থেকে প্রতারিত হওয়ার সম্ভাবনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল