নতুন বছরে খরমাস শেষ হয়েছে। আর পৌষ মাস শেষ হতে না হতেই শুভ কাজ দারুণ গতিতে শুরু হয়ে গিয়েছে। তবে শুভ কাজের জন্য শুভ দিন শুভ ক্ষণ থাকাও আবশ্যক। তাহলেই শুভ ফল অর্জন করা সম্ভব হবে।
আরও পড়ুন: বিশ্বের সেরা আকর্ষণীয় পুরুষ কারা? তালিকায় এল ১০ নাম, চোখ সরানো দায়! হৃত্বিক কত নম্বর?
advertisement
দেওঘরের পাগল বাবা আশ্রমে অবস্থিত মুদগল অ্যাস্ট্রোলজি সেন্টারের বিখ্যাত জ্যোতিষী পণ্ডিত নন্দকিশোর মুদগল বলেন, খরমাস এবং পৌষ মাসের শেষে শুভ কাজের সূচনা হচ্ছে। আর শুভ দিনে শুভ তিথিতে শুভ কাজ করা আবশ্যক। এতে ভক্তরা দেব-দেবীর আশীর্বাদ পেতে পারবেন।
আরও পড়ুন: রান্নাঘরের তেল চিটচিটে ন্যাকড়া না কেচে কাজ চালিয়ে নিচ্ছেন? শরীরে এই রোগ বাসা বাঁধতে পারে!
আবার আগামী ১৭ জুলাই থেকে শুরু হচ্ছে চতুর্মাস। কোনও শুভ কাজ কিন্তু চতুর্মাসে করা উচিত নয়। যাঁরা পরিবারের কারও উপনয়ন দিতে চাইছেন, তাঁদের জন্য শুভ সময় থাকবে জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত।
২০২৪ সালে পৈতে বা উপনয়নের জন্য শুভ দিন:
জানুয়ারি: ২৬ এবং ৩১ জানুয়ারি
ফেব্রুয়ারি: ১১, ১২, ১৪, ১৮, ১৯ এবং ২৫ ফেব্রুয়ারি
মার্চ: ১৩ মার্চ
এপ্রিল: ১৯ এবং ২৫ এপ্রিল
আরও একটি বিষয় অবশ্য মাথায রাখতে হবে। সেটা হল, মে এবং জুন মাসে শুক্র অস্তমিত হবেন। আর শুক্র অস্তমিত হওয়ার কারণে মাঙ্গলিক কাজ শুভ বলে গণ্য করা হয় না।
বিশেষজ্ঞরা বলেন যে এই সব শুভ মুহূর্ত বিবেচনা করে তবেই উপবীত সংস্কারের আয়োজন করা উচিত। উপবীত গ্রহণের পরে ধারককে দ্বিজ নামে আখ্যা দেওয়া হয়, সেই নাম যাতে সার্থক হয়, তা লক্ষ্য রাখা অতীব গুরুত্বপূর্ণ এক কর্তব্য।