বাস্তু অনুসারে সঠিক দিকে ঘুমোলে রোগ প্রতিরোধ হয়। অন্যদিকে ভুল দিকে ঘুমোলে অসুস্থতা, চাপ ,আলস্য এবং নেতিবাচক শক্তি সমস্ত কিছু জীবনকে ঘিরে ধরে। বিশিষ্ট জ্যোতিষী রামকৃষ্ণ সাহা জানান, বাস্তু অনুসারে উত্তর দিকে মাথা রেখে ঘুমোনো উচিত নয়। বাস্তুতে ঘুমোনোর জন্য উত্তর দিকে অশুভ বলে মনে করা হয়। এই দিকটি নেতিবাচক শক্তির উৎস হিসেবে বিবেচিত হয়। মনে করা হয় উত্তর দিকে মাথা করে ঘুমোলে অনেক বড় রোগের সম্মুখীন হতে হয়। মৃত দেহদের মাথা শুধুমাত্র উত্তর দিকে রাখা হয়।
advertisement
আরও পড়ুন: পুরুষ ও মহিলাদের যৌবন-শক্তি বাড়ায়! এই টক ফলের বীজেই দূর হবে ডায়াবেটিস থেকে হাই-প্রেশার!
কোন দিকে ঘুমানো শরীর স্বাস্থ্যের জন্য ভাল এই প্রশ্নের উত্তরে বিশিষ্ট জ্যোতিষী রামকৃষ্ণ সাহা আরও জানান, ভারতবর্ষের যে অবস্থান সেখানে দেখলে দেখা যাবে উত্তরে হিমালয় পর্বত দক্ষিণে বঙ্গোপসাগর। এবং ভারতের সমস্ত মন্দির গুলো দক্ষিণ দিকে রয়েছে। এই যে আমাদের অক্ষাংশ ,দ্রাঘিমাংশ বিচার করে দেখা যায় যে পূর্ব দিকে মাথা রেখে ঘুমোলে স্মৃতিশক্তি একাগ্রতা এবং আধ্যাত্মিকতার দিকে ঝোঁক বাড়ে।
আরও পড়ুন: বাবার সঙ্গে চপ বিক্রি করতেন! সেই সুপ্রিয়া এখন মডেল থেকে সিরিয়ালের অভিনেত্রী! জানুন
বাস্তু অনুসারে দক্ষিণ-পূর্ব দিকে মাথা রেখে ঘুমোনো শুভ । এইদিকে মাথা রেখে ঘুমোলে শিক্ষা এবং কর্মজীবনের নতুন সুযোগ আসে। এছাড়া পূর্ব দিকে মুখ করে ঘুমোলে শরীর সব ধরনের ইতিবাচক শক্তি পায়। এছাড়া যে ব্যক্তি মানসিক চাপ বা দুশ্চিন্তায় ভুগছেন তার পশ্চিম দিকে মাথা রেখে ঘুমোনো উচিত। বাস্তু মতে এটি মনে শান্তি দেয়। তাই ঘুমোনোর সময় অবশ্যই সঠিক দিক নির্ধারণ করে ঘুমোন।
পিয়া গুপ্তা