আসলে গত ১৭ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে কন্যা রাশিতে প্রবেশ করেছেন সূর্য। অন্য দিকে আবার এই সময় কন্যা রাশিতে অবস্থান করছেন মঙ্গলও। ফলে বোঝাই যাচ্ছে যে, কন্যা রাশিতে সূর্য এবং মঙ্গল উভয় গ্রহের মিলন ঘটতে চলেছে। আর এই দুই গ্রহকে অগ্নিপ্রধান গ্রহ বলে বিবেচনা করা হয়। আর একই রাশিতে যখন এই দুইয়ের যোগ ঘটে, তখন এর প্রভাব সমগ্র বিশ্বেই দেখা যায়। আবার কন্যা রাশিতে সূর্য এবং মঙ্গলের যোগের কারণে তিনটি রাশির জাতক-জাতিকারা ধনী হয়ে উঠতে পারবেন। এমনটাই মনে করছেন অযোধ্যার জ্যোতিষী পণ্ডিত কল্কি রাম। তাঁর বক্তব্য, সূর্য এবং মঙ্গল তিনটি রাশির জাতক-জাতিকার উপর প্রচুর ধন-সম্পদ বর্ষণ করবেন। এর পাশাপাশি জীবনে উন্নতির স্বাদও পাবেন তাঁরা।
advertisement
আরও পড়ুন: এটি কী প্রাণী বলতে পারবেন? থ বিজ্ঞানীরাও, আসল সত্য বেরিয়ে আসতেই আকাশ থেকে পড়ল সকলে
কোন কোন রাশির জীবনে উন্নতি আসবে?
মেষ রাশি:
কন্যা রাশিতে সূর্য এবং মঙ্গলের মিলন মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য খুবই উপকারী বলে প্রমাণিত হবে। মেষ রাশির জাতক-জাতিকাদের আয় বাড়বে। শত্রুদের নাশ করতেও সক্ষম হবেন তাঁরা। আদালতের মামলায় রায়ও তাঁদের অনুকূলেই আসবে। অর্থ উপার্জনের নতুন নতুন পথ খুল যাবে।
আরও পড়ুন: সর্বনাশ! আশোকনগরে ডাস্টবিনে ওগুলো কী! মাথায় হাত কত মানুষের
কর্কট রাশি:
মঙ্গল এবং সূর্যের মিলন কর্কট রাশির জাতক-জাতিকাদের জন্য অনুকূল ফল প্রদান করবে। তাঁদের সাহস এবং বীরত্ব বাড়বে। আর্থিক লাভ হবে। থমকে থাকা কাজ দ্রুত শেষ হবে। ব্যবসার পরিধি বাড়বে এবং চাকরির ক্ষেত্রে পদোন্নতিও হবে।
বৃশ্চিক রাশি:
কন্যা রাশিতে সূর্য এবং মঙ্গলের যোগ বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের জন্য খুবই শুভ বলে মনে করা হচ্ছে। সরকারি প্রশাসনিক কাজে সুবিধা লাভ করতে পারবেন। কোথাও কোনও টাকা আটকে থাকলে তা শীঘ্রই হাতে আসবে। সম্মান-প্রতিপত্তি বাড়তে পারে। পুরনো বিনিয়োগ থেকে দারুণ লাভ করতে পারবেন।