TRENDING:

Jyotish Tips: ঘুম পেলেই ঘুমোচ্ছেন! যে কোনও সময়ে শুতে যাওয়ার অভ্যাস জীবনের সব কিছু শেষ করে দিতে পারে

Last Updated:

Jyotish Tips: ঘুম শরীরের অত্যন্ত প্রয়োজনীয় একটি চাহিদা, কিন্তু অসময় ঘুম জীবনের সব কিছুই শেষ করে দিতে পারে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: জীবনের বিভিন্ন কাজকর্মের উপরে ভাল ও খারাপ দুই রকমের প্রভাব থাকে ৷ সেই কাজের শুভ ও অশুভ প্রভাব থাকে ৷ এই কারমেই প্রতিটি কাজই নিশ্চিত একটি সময়ে করতে হয় ৷ বেশ কিছু কাজ নির্দিষ্ট সময়ে করাটা জরুরি হয়ে পড়ে ৷ কিন্তু বেশিরভাগ সময়ে এই বিষয়গুলি এড়িয়ে যাওয়ার উপক্রম হয় ৷ শরীর ভাল রাখতে বা ক্লান্তি দূর করতে সঠিক পরিমাণ ঘুমের দরকার ৷
প্রতীকী ছবি ৷
প্রতীকী ছবি ৷
advertisement

তবে ঘুমের জন্য আলাদা আলাদা সময় আলাদা আলাদা প্রভাব ফেলে ৷ জ্যোতিষ শাস্ত্রমতে ঘুমানোর বিষয় নির্ভর করে তাকে ব্যক্তির উন্নতি ও অবনতিতে ৷ শাস্ত্রমতে সূর্যাস্তের সময় একদম ঘুমানো তা শয়ন উচিৎ নয় ৷ এমনই মনে করা হয় এই সময়ে কেউ যদি ঘুমান এমন হলে ভাগ্য দেবতা রুষ্ট হন ৷

সেটিই দুর্ভাগ্যের কারণ রূপে চিহ্নিত হয়ে থাকে ৷ জ্যোতিষ শাস্ত্রমতে সূর্যাস্তে সময়ে দেবদেবীরা পৃথিবী ভ্রমণ করেন সেই সময়ে কোনও ব্যক্তির শুয়ে থাকাটা নেতি বাচক প্রভাব ফেলতে পারে ৷ সমস্ত কাজে বাধা বিপত্তি আসে ৷ শাস্ত্রমতে কোনও ব্যক্তির ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে জেগে ওঠা অত্যন্ত শুভ বলেই মনে করা হয় ৷ অনেকেই আচেন যাঁরা সূর্যাস্তের পরে দীর্ঘ সময় ধরে শুয়ে থাকেন তাঁদের প্রতি মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন ৷ সংসারের সুখ-সমৃদ্ধির বিসর্জন হয় ৷

advertisement

আরও পড়ুন: Sawan Somwar Upay: শরীর খারাপ-ভয়ে জীবন নাজেহাল! শ্রাবণের দ্বিতীয় সোমবারে চন্দ্রদোষ কাটানোর বিরাট সুযোগ

আরও পড়ুন: Shani Pooja: বাড়িতে গ্রহরাজের উপাসনায় এই ভুল একদমই নয়, বড় মূল্য চোকাতে হবে

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

সব মিলিয়ে সংসারে এক খারাপ প্রভাব পড়ে ৷ ব্রহ্মমুহূর্ত অর্থাৎ সূর্যোদয়ের আগের মুহূর্ত অত্যন্ত ভাল মুহূর্ত তখনই ঘুম থেকে ওঠা উচিৎ ৷ এতে ক্রমে ক্রমে সংসারের শ্রীবৃদ্ধি হয় ৷ সংসারের পুণ্যের ফল আসে, সমস্ত কাজসুন্দর ভাবে সংগঠিত হয় ৷

advertisement

বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Jyotish Tips: ঘুম পেলেই ঘুমোচ্ছেন! যে কোনও সময়ে শুতে যাওয়ার অভ্যাস জীবনের সব কিছু শেষ করে দিতে পারে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল