আসলে প্রতিটি বছরই কিছু রাশির জন্য খারাপ খবর নিয়ে আসে, আবার কিছু রাশির জন্য আনন্দের খবর বয়ে আনে। সেটারই ভবিষ্যদ্বাণী করতে পারে রাশিফল। ২০২৫ সালের জন্য কোন রাশির কপালে কী লেখা আছে, তা নিয়ে নানা ভবিষ্যদ্বাণী আসছে। তবে কুম্ভ রাশির জন্য নতুন বছরটা কেমন কাটতে চলেছে, সেই বিষয়েই ভবিষ্যদ্বাণী করছেন পঞ্চলিঙ্গ সামশা মন্দিরের প্রধান পুরোহিত আনন্দ দীক্ষিত। তাহলে দেখে নেওয়া যাক, পরের বছরটা কুম্ভ রাশির জন্য কেমন কাটতে চলেছে!
advertisement
পঞ্চলিঙ্গ সামশা মন্দিরের প্রধান পুরোহিত আনন্দ দীক্ষিতের কথায়, নতুন বছরটা কুম্ভ রাশির জাতক-জাতিকাদের জন্য সব দিক থেকে সব মিলিয়ে ভালই কাটতে চলেছে। নতুন বছরে শারীরিক উদ্যম বা প্রয়াসের তুলনায় বুদ্ধিবৃত্তীয় প্রয়াসের উপর বেশি ভরসা রাখবেন কুম্ভ রাশির জাতক-জাতিকারা। এর পাশাপাশি সমাজে তাঁরা প্রচুর নাম, যশ, খ্যাতি লাভ করতে পারবেন।
আরও পড়ুন : এই ৪ ক্রেডিট কার্ড থাকলেই কেল্লা ফতে! লাক্সারি হোটেলে বিনামূল্যে থাকতে পারবেন, দেখে নিন তালিকা
পুরোহিত আনন্দ দীক্ষিত আরও বলেন যে, এই বছরে কুম্ভ রাশির জাতক-জাতিকাদের জীবনে রাজযোগ তৈরি হবে। যার জেরে এই সময়টায় তাঁদের কোনও রকম আর্থিক সমস্যার মুখে পড়তে হবে না। সেই সঙ্গে নতুন বছরে তাঁদের আর্থিক সহায়তাও অনেকাংশে বৃদ্ধি পাবে। অর্থাৎ রাজযোগের কারণে কুম্ভ রাশির মানুষদের জন্য ২০২৫ সালটা আর্থিক দিক থেকে খুবই ভাল। সামগ্রিক ভাবে কুম্ভ রাশির জাতক-জাতিকাদের এই বছর ব্যয়ের তুলনায় বেশি আয় হবে।
এখানেই শেষ নয়, কাজকর্ম এবং সাফল্যের দিক থেকেও এই বছরটা বেশ ভালই কাটতে চলেছে কুম্ভ রাশির জাতক-জাতিকাদের। এই প্রসঙ্গে পঞ্চলিঙ্গ সামশা মন্দিরের প্রধান পুরোহিত আনন্দ দীক্ষিতের কথায়, কুম্ভ রাশির জাতক-জাতিকারা ২০২৫ সালে যে কাজই করুন না কেন, তাঁরা তাতে সাফল্য অর্জন করতে পারবেন। এছাড়া শিক্ষার্থীরা এই নতুন বছরে প্রচুর উন্নতি করতে পারবেন। অর্থাৎ শিক্ষার দিক থেকেও এই বছরটা ভাল হতে চলেছে।