এর কারণে ঘরে কোনও শুভ কাজ হয় না। ঝাড়খণ্ডের রাজধানী রাঁচির পঞ্চবটী প্লাজায় অবস্থিত আগরওয়াল রতনের জ্যোতিষী জানিয়েছেন যে, স্বামী-স্ত্রীর মধ্যে রাগারাগি করে কোনও কথা বলা উচিত নয়। জ্যোতিষী আচার্য সন্তোষ কুমার চৌবে জানিয়েছেন যে, ‘আমাদের সমাজে স্ত্রীকে ঘরের লক্ষ্মী মনে করা হয়। আমাদের কাছে নারী মাতা লক্ষ্মীরই আরেক রূপ। তাঁদের অসম্মান করা বা তাঁদের সঙ্গে এমন কথা বলা যা তিক্ত বা অপমানজনক, তা কখনই করা উচিত নয়। এমনটা করলে দেবী লক্ষ্মী কখনই সেই বাড়িতে বাস করেন না। সেই বাড়িতে ধীরে ধীরে নেতিবাচক শক্তি প্রবেশ করতে থাকে। তাই স্ত্রীর সঙ্গে কথা বলার সময় কিছু বিষয় মাথায় রাখা উচিত যা একেবারেই তাদের বলা যায় না।’
advertisement
আরও পড়ুন: আপনার শরীরের কোথায় কোথায় তিল রয়েছে? দেহের এই অংশগুলিতে তিল থাকলে সৌভাগ্য কেউ রুখতে পারে না! জানুন
সন্তোষ কুমার চৌবে জানিয়েছেন যে, স্ত্রীর সঙ্গে কথা বলার সময় তাঁকে কখনই তাঁকে গালি দেওয়া উচিত নয়। তাঁকে গালাগাল করলে ঘরে কখনই মা লক্ষ্মীর আশীর্বাদ থাকবে না। এতে জীবন দুঃখে ভরে উঠবে, কেরিয়ার নষ্ট হয়ে যাবে। এমনকি যদি অর্থের কমতি না থাকে, তাও এটি করা উচিত নয়। এছাড়াও স্ত্রী বা বাড়ির কোনও মহিলার সঙ্গে উচ্চস্বরে কথা বলা উচিত নয়। তাঁদের সঙ্গে কথোপকথনের সময় সংযত থাকা উচিত।
তিনি আরও জানিয়েছেন যে, কখনই স্ত্রীর গায়ে হাত তোলা উচিত নয়। একই সঙ্গে, অনেক সময় পুরুষেরা বাড়ির লোকেদের সামনে বা তাঁদের বন্ধুদের সামনে স্ত্রীকে অপমান করেন বা তাঁদের স্ত্রীদের নিয়ে ঠাট্টা করা স্বাভাবিক মনে করেন। কিন্তু ভুল করেও এমনটা করা উচিত নয়, কেন না স্ত্রী ঠাট্টা করার যোগ্য নন।
ভাল সম্পর্ক থাকা জরুরি
সন্তোষ কুমারের মতে, স্বামী-স্ত্রীর মধ্যে সুসম্পর্ক থাকা জরুরি, কারণ এর ফলে দেবী লক্ষ্মী গৃহে বসবাস করবেন। যে বাড়িতে একজন নারীকে সম্মান করা হয়, সেটি চিরকাল আনন্দে পূর্ণ থাকে। সেই বাড়িতে কখনও দারিদ্র্য ও অভাব-অনটনের পরিস্থিতি তৈরি হয় না। এছাড়া বাড়িতে সর্বদা রান্নাঘর পরিষ্কার রাখার চেষ্টা করা উচিত। এতে শুধু স্ত্রী নন, সকলেই খুশি থাকবেন।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F