এই হিসেবের দিকে যদি চোখ রাখতে হয়, তাহলে দেখা যাচ্ছে যে যাঁরা উচ্চশিক্ষার জন্য অগ্রসর হতে চাইছেন, তাঁদের জন্য বিশেষ চারটি সংখ্যাকে অতীব শুভ বলে নির্ধারণ করেছেন বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন যে, উচ্চশিক্ষার জন্য এগোতে চাইলে এই চার সংখ্যার সম্পর্ক অঙ্গাঙ্গী, যদি জাতক-জাতিকার জন্মতারিখে এই চারটি সংখ্যার মধ্যে যে কোনও একটি থাকে, তবে ভবিষ্যতের দিন স্বর্ণময় হয়ে উঠবে।
advertisement
আরও পড়ুন: বাড়ি-ফ্ল্যাট-জমি কিনলে মিলবে সুবিধা? বাজেট ঘিরে বাড়ছে প্রত্যাশা
এই চারটি সংখ্যা হল- ১, ৪, ৮ এবং ৯। হয় এই চারটি সংখ্যার যে কোনও একটি সরাসরি থাকা বাঞ্ছনীয় অথবা এর যোগফল থাকলে ভাল হয়। কী ভাবে, তা হিসেব কষে নির্ধারণ করতে হবে, সেই তথ্যের আভাস পূর্বেই দেওয়া হয়েছে।
সংখ্যা ১ কেন উচ্চশিক্ষার জন্য গুরুত্বপূর্ণ:
১ সংখ্যাটি সৃজনশীলতা এবং উদ্ভাবনী আইডিয়ার পরিচায়ক। আর এটাই উচ্চশিক্ষার জন্য গুরুত্বপূর্ণ। বিশেষ করে সৃজনশীলতা আর উদ্ভাবনী শক্তি কিন্তু প্রোজেক্ট এবং গবেষণা ভিত্তিক পড়াশোনার ক্ষেত্রে উপযোগী। নিজের অনুভূতি প্রকাশ করার জন্য কিংবা কথাবার্তা বলার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আসলে আমাদের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে যে বিষয় নিয়ে পড়াশোনা করা হচ্ছে, সেটাই শুধুমাত্র যথেষ্ট নয়। তার সঙ্গে সঙ্গে কথাবার্তার বলার ধরন এবং বাচনভঙ্গিও গুরুত্বপূর্ণ। আর তা সফল ভাবে করার জন্য সংখ্যা ১ খুবই জরুরি।
আরও পড়ুন: বাড়তে চলেছে ফোনের খরচ! আপনাকেও কি দিতে হবে বেশি টাকা ? দেখে নিন
সংখ্যা ৪ কেন উচ্চশিক্ষার জন্য গুরুত্বপূর্ণ:
৪ সংখ্যাটি এমন একটি সংখ্যা, যা বিভিন্ন জিনিসপত্র একটা অন্য দৃষ্টিভঙ্গি থেকে দেখার ক্ষমতা প্রদান করে জাতক-জাতিকাদের। এই সংখ্যাটি জাতক-জাতিকাকে কৌতূহলী করে তোলে এবং তাঁদের সব কিছু জানার আগ্রহকে বাড়িয়ে তোলে। শুধু তা-ই নয়, এই সংখ্যার জোরে জাতক-জাতিকা হয়ে ওঠেন পজিটিভ, যুক্তিবাদী, বিজ্ঞানমনস্ক, কঠোর পরিশ্রমী। আর এই গুণগুলোর জোরেই তাঁদের জ্ঞান আহরণের খিদে বেড়ে যায়।
সংখ্যা ৮ কেন উচ্চশিক্ষার জন্য গুরুত্বপূর্ণ:
সংখ্যা ৮ হল জ্ঞান এবং শিক্ষার পরিচায়ক। আর এই সংখ্যার জন্যই জাকত-জাতিকারা হয়ে ওঠেন কঠোর পরিশ্রমী এবং সাজানো গোছানো পরিপাটি।
সংখ্যা ৯ কেন উচ্চশিক্ষার জন্য গুরুত্বপূর্ণ:
জন্ম সংখ্যা ৯ হলে জাতক-জাতিকার ইন্টেলেকচুয়াল ক্ষমতা বৃদ্ধি পায়। এর সঙ্গে এঁদের স্মৃতিশক্তি হয় প্রখর, উপস্থিত বুদ্ধি সম্পন্ন এবং বহুমুখী প্রতিভার অধিকারী। এ-ছাড়াও এঁরা তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন শিক্ষার্থী হয়ে থাকেন। এই জাতক-জাতিকারা গম্ভীর ভাবুক প্রকৃতির হয়ে থাকেন, যা বিতর্কের ক্ষেত্রে খুবই উপযোগী।
কথা হল, ১, ৪, ৮ এবং ৯ যে উচ্চশিক্ষার জন্য এগোতে চান এমন সব ব্যক্তির জন্মতারিখে থাকবেই, তার তো কোনও মানে নেই! তা হলে? এক্ষেত্রে নিজেদের মোবাইল নম্বরে এই চার সংখ্যার যে কোনও একটিকে রাখতে হবে।
এর সঙ্গে যুক্ত শুভ যা কিছু-
অনুদান – অনুগ্রহ করে ভিক্ষুকদের হলুদ চাল দান করুন।
শুভ কাজ –
অনুগ্রহ করে গুরু মন্ত্র জপ করুন এবং গুরু অথবা তুলসী গাছের কাছে একটি প্রদীপ জ্বালান।
অনুগ্রহ করে ভগবান সূর্যদেবের একটি পেনডেন্ট পরুন।
অনুগ্রহ করে ঘুমোতে যাওয়ার আগে একটি বইয়ে লাল কলম দিয়ে নিজের ইচ্ছের কথা লিখে ফেলুন।
অনুগ্রহ করে প্রতি বুধবার করে ভগবান গণেশকে সবুজ দূর্বা ঘাস অর্পণ করুন।
অনুগ্রহ করে আমিষ খাদ্য, মদ্যপান, ধূমপান এবং তামাকজাত দ্রব্য এড়িয়ে চলুন।