ব্যাপারটা অনেকটা রাশি মিলিয়ে জোটক খোঁজার মতোই। তফাতের মধ্যে এখানে কাজ করবে জন্মতারিখ। দেখে নেওয়া যাক, সংখ্যাতত্ত্ব মতে যাঁদের সংখ্যা ২, তাঁদের জন্য কোন সংখ্যা সঙ্গী/সঙ্গিনী রূপে আদর্শ হতে পারে বা পারে না।
আরও পড়ুন: মোমবাতি ও কন্ডোমে হাড্ডাহাড্ডি টক্কর,Blinkit-এ ভ্যালেন্টাইন্স ডেতে কে হারাল কাকে
এই জায়গায় এসে একটা কথা বলে রাখা উচিত। জন্মতারিখ অনুযায়ী হিসেব-নিকেশ করে সংখ্যাতত্ত্বের ক্ষেত্রে ভাগ্যগণনা করা হয়ে থাকে। যেমন ধরে নেওয়া যাক, কারও জন্মতারিখ ১১। এক্ষেত্রে তাঁর জন্মগত সংখ্যা হবে ১+১= ২। ফলে তাঁকে সংখ্যাতত্ত্বের #২-এর গণনা দেখতে হবে। অর্থাৎ নিজের জন্মতারিখের যোগফল হিসেব করে সংখ্যাতত্ত্বের গণনা করা হয়।
advertisement
আরও পড়ুন: মাত্র ১১ দিন বাকি! বিরাট সুযোগ সরকারি-বেসরকারি কর্মীদের, মোটা পেনশন EPFO-তে
এই হিসেবে সংখ্যা ২ রূপে গণ্য হবেন কারা? যাঁদের জন্ম ২, ১১, ২০ এবং ২৯ তারিখে। এই সংখ্যার অধিপতি গ্রহ স্বয়ং চন্দ্র। আর একারণেই সংখ্যা ৪-এর জাতক-জাতিকারা, যাঁদের জন্ম ৪, ১৩, ২২ এবং ৩১ তারিখে, তাঁরা সংখ্যা ২-এর পক্ষে উপযুক্ত নন। কেন?
কারণ, সংখ্যা ৪-এর অধিপতি গ্রহ রাহু। সেই জন্যেই-
- ২ এবং ৪ সংখ্যা একটি দণ্ড চুম্বকের সমমেরুর মতো। তাই জাতক জাতিকা একে অন্যকে বিকর্ষণ করে।
- ২ ও ৪ সংখ্যার জাতক জাতিকার মধ্যে খানিকটা ঘৃণার সম্পর্ক গড়ে উঠতে পারে।
- এঁরা উভয়ই কৌশল তৈরি করতে এবং তা বাস্তবায়নে সফল। ফলে একে অন্যের প্রতিযোগী হয়ে উঠতে পারে।
- ব্যবসায়িক ক্ষেত্রে এঁরা অংশীদার হওয়ার যোগ্য নয়, তবে প্রতিপক্ষ হিসাবে ভাল কাজ করতে পারে।
- দাম্পত্যের ক্ষেত্রেও এই জুটিতে অহংবোধ এবং কর্তৃত্বের লড়াই তৈরি হতে পারে।
- এই দুই সংখ্যার দম্পতিদের ক্ষেত্রে রাহুকে প্রভাবিত করতে জপ করতে হবে। সেই সঙ্গে নিজেদের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার।
আবার, সংখ্যা ৫, যাঁদের জন্ম ৫, ১৪ এবং ২৩ তারিখে, তাঁরা সংখ্যা ২-এর পক্ষে উপযুক্ত সঙ্গী/সঙ্গিনী হয়ে উঠতে পারেন। এই সংখ্যার অধিপতি বুধ। ফলে-
- ৫ সংখ্যার জাতক-জাতিকা ১ সংখ্যার সঙ্গে সুখী হতে পারে। এটি সৌভাগ্যের জোড় হিসেবে প্রতিভাত হয়।
- কিন্তু ২ সংখ্যার জাতক জাতিকা ৫-এর সঙ্গে খানিকটা নিরপেক্ষ সংযোগ স্থাপন করতে পারে।
- চন্দ্র এবং বুধ উভয়ই প্রকৃতিতে উজ্জ্বল এবং তাই এই সংখ্যার জাতক জাতিকা নাম, যশ, গাড়ি, বাড়ির অধিকারী হতে পারে।
- কোনও ব্যক্তির জন্ম তারিখে ৫ এবং ২-এর সংমিশ্রণ থাকলে তিনি গ্ল্যামার, রাজনীতি, নির্মাণ, চার্টার্ড অ্যাকাউন্টেন্সি, খেলাধুলা এবং বিপণনের সফ হতে পারেন।
- এই সংখ্যার কোনও জাতিকা সর্বদা সমৃদ্ধ পরিবার, বন্ধুবান্ধব সুখ উপভোগ করে থাকেন।
- বুধবারে সমস্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া উচিত।