মেষ: মার্চ ২১ থেকে এপ্রিল ১৯।
ব্যবসায়িক সমৃদ্ধির লক্ষণ রয়েছে দিনটিতে।
প্রতিকার – অনুগ্রহ করে গুরুজনদের আশীর্বাদ নিন।
বৃষ: এপ্রিল ২০ থেকে মে ২০।
পূর্ণ উদ্যমই এখন সাফল্যের চাবিকাঠি।
প্রতিকার – অনুগ্রহ করে পিতা-মাতার চরণস্পর্শ করুন।
আরও পড়ুন: পোস্ট অফিসের স্কিমে প্রবীণ নাগরিকদের সুবিধাই সুবিধা, মিলবে বিপুল রিটার্ন
advertisement
মিথুন: মে ২১ থেকে জুন ২০।
কর্মক্ষেত্রে প্রতিপত্তি বজায় থাকবে।
প্রতিকার – অনুগ্রহ করে গোমাতাকে সবুজ ঘাস খাওয়ান।
কর্কট: জুন ২১ থেকে জুলাই ২২।
কর্মক্ষেত্রে বড় পরিবর্তন ঘটতে চলেছে।
প্রতিকার – অনুগ্রহ করে শ্রীগণেশকে লাড্ডু নিবেদন করুন।
সিংহ: জুলাই ২৩ থেকে অগাস্ট ২২।
নতুন কোনও কাজ লাভজনক সিদ্ধ হবে।
প্রতিকার – অনুগ্রহ করে শিব চালিসা পাঠ করুন।
কন্যা: অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২।
কর্মক্ষেত্রে সাফল্য আয়াসসাধ্য হবে।
প্রতিকার – অনুগ্রহ করে দেবী সরস্বতীর আরাধনা করুন।
তুলা: সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২।
আর্থিক নিরাপত্তা এখন বজায় থাকবে।
প্রতিকার – অনুগ্রহ করে কোনও শ্বেতদ্রব্য দান করুন।
আরও পড়ুন: SIP-তে বিনিয়োগ কি সম্পূর্ণ নিরাপদ? যে বিষয়গুলো না জানলেই নয়…
বৃশ্চিক: অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১।
ভাগ্য সহায় হবে, সহজেই সাফল্য মিলবে।
প্রতিকার – অনুগ্রহ করে শিবলিঙ্গের দুগ্ধাভিষেক করুন।
ধনু: নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১।
যে কোনও কাজে সাফল্য অনায়াসে ধরা দেবে।
প্রতিকার – অনুগ্রহ করে শ্রীগণেশকে মোদক নিবেদন করুন।
মকর: ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯।
কর্মক্ষেত্রে জটিলতা কাটবে, সাফল্য আসবে।
প্রতিকার – অনুগ্রহ করে পিঁপড়েকে ময়দা খাওয়ান।
কুম্ভ: জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮।
নিজের সুবিধামতো কাজ শেষ করার সুযোগ মিলবে।
প্রতিকার – অনুগ্রহ করে হনুমানজিকে সিঁদুর নিবেদন করুন।
মীন: ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০।
ব্যবসা, কর্মক্ষেত্রে আর্থিক সাফল্য বজায় থাকবে।
প্রতিকার – অনুগ্রহ করে লক্ষ্মী চালিসা পাঠ করুন।