জাতীয় নাগরিক বিলটি আগামী ৭ জানুয়ারি সংসদে পেশ করা হবে৷ এই বিল নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কথায়, 'দেশ ভাগের সময় ঘটা ভুলে প্রায়শ্চিত্ত৷' যদিও অসম জুড়ে তীব্র আন্দোলন শুরু হয়েছে গিয়েছে বিলের বিরুদ্ধে৷ আজ অর্থাত্ সোমবার অসম জুড়ে ধিক্কার দিবস পালন করছে বিলের বিরোধীরা৷
স্কুল ও কলেজের পড়ুয়ারা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন৷ বিক্ষোভে সামিল হয়েছেন কৃষকেরাও৷ নাগরিকত্ব বিলের বিরুদ্ধে তীব্র বিক্ষোভে নেমেছে কালাদিবস পালন করছে ৩০টিরও বেশি সংগঠন। এর মধ্যে রয়েছে আসু ও নর্থ ইস্ট স্টুডেন্টস অর্গানাইজেশন।
১৯৫৫ সালের নাগরিকত্ব আইনে বেশকিছু সংশোধন আনা হয়েছে জাতীয় নাগরিক (সংশোধনী) বিলে। ২০১৪ পর্যন্ত আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশের যে সব শিখ, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, পার্সি, জৈন এদেশে এসেছেন তাঁদের নাগরিকত্ব দেওয়া হবে।
AASU-র জেনারেল সেক্রেটারি লুরিন জ্যোতি গগৈয়ের কথায়, 'এই সরকার আমাদের সবাইকে ধোকা দিয়েছে৷' আগামী ৮ জানুয়ারি অসম বন্ধের ডাক দিয়েছে অসমে বিজেপি-র জোট শরিক AASU৷