আরও পড়ুন : লক্ষ্মীপুজোয় তুলসিপাতা একদম নয়, ভুলেও নয়, আসল কারণ জেনে নিন . . .
শাশ্বত মানব মানবীর এই দেশে একাধিক অবতার বা দেব-দেবীর পুজো আমরা করে থাকি ৷ হাজার হাজার কোটি কোটি মানুষের মাঝেই তিনিই এক সত্যি বাকি সবই প্রকৃতি ৷ সত্য, শিব, সুন্দরের জীবনের সনাতন ধর্মের এক অমলিন আকূতি ৷ এমনই প্রেমের ঠাকুর অনুকুল ঠাকুর ৷ দেশ ভাগের যন্ত্রণা মানুষের মনে ঘভীর রেখাপাত করেছে ৷ বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে এসেছেন মানুষেরা ৷ পরম প্রেমময় ঠাকুর ১৮৮৮ সালের ১৪ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেছিলেন হেমায়তপুরে অধুনা বাংলাদেশে ৷ জীবনের দুঃখ দুর্দশা থেকে মুক্তি দিতেই নানান পথ বাতলেছেন ভক্তদের ৷ বন্দে পুরুষোত্তম, এমনই এক মূলমন্ত্র যা মনের দুয়ারে তোলে জীবনের ঢেউ ৷
advertisement
আরও পড়ুন : বাবা লোকনাথের পুজোয় এই উপকরণ রাখলেই সন্তুষ্ট তিনি, আপনি হবেন সুখী
অকারণে মানুষকে ভালবাসার রাস্তা দেখিয়েছেন তিনি ব্রহ্মকে সঠিক অর্থেই উপলব্ধি করেছিলেন তিনি ৷ প্রতিষ্ঠা করেছিলেন সৎসঙ্গ ঘিরেই প্রতিদিন ঠাকুরের নামগান, প্রার্থনা, স্তবপাঠ সব মিলিয়ে মানুষ তৈরির এক কর্মক্ষেত্র ৷ লোভ, লালসা, ঈর্ষা, মানুষকে কলুসিত করে মনুষ্যত্ব থেকে নিয়ে যায় অনেক দূরে ৷ ভক্তদের উদ্দেশে তিনি বলেছেন যদি তুমি ভাল থাক অন্যেরা হয় নিপাত, তবে কী তোমার ভাল থাকা আদৌ ভাল থাকা ? মনের বিশ্বাসে প্রেমময় ঠাকুরের পুজো করুন আপনি পাবেন জাগতিক সুখ ৷