আরও পড়ুন : অত্যাচারিতা গৃহবধূ হাত-পা ভেঙে হাসপাতালে ভর্তি, অভিযুক্ত স্বামী
বারাসত স্টেশনের প্ল্যাটফর্মের এককোণায় পড়ে থাকা স্বপ্নগুলো হঠাৎ সত্যি হয়ে গেল। মামা বাড়ির আদর না হলেও, মামার হাতের ভাত পেল দুই শিশু আকাশ আর নীল। নতুন জামা আর পায়েসে জমজমাট অন্নপ্রাশনের অনুষ্ঠান ৷
advertisement
আরও পড়ুন : সম্পূর্ণ নিখরচায় সরকারি হাসপাতালে অস্ত্রোপচার, বাঁচল দিনমজুরের প্রাণ
প্ল্যাটফর্মেই বসবাস কাজল মণ্ডলের। ছেলে আকাশকে মানুষ করছেন নিজেই। অন্যদিকে নীলকে জড়িয়েই বাঁচেন ববি ঘোষ। স্বেচ্ছাসেবী সুমিত্রা রায়ের কাছে আবদার পৌঁছতেই ঢালাও আয়োজন। স্টেশনের রতন দার চায়ের দোকানের উনুনে আঁচ পড়ে শুরু হয় পঞ্চব্যঞ্জন রান্নার প্রস্তুতি ।
advertisement
Location :
First Published :
April 29, 2018 11:12 AM IST