এদিন সকালে রুটিন সফরে বেরিয়েছিলেন বায়ুসেনার কম্যান্ডার সঞ্জয় চৌহান ৷ সেনার তরফে জানানো হয়েছে, সাড়ে ১০টা নাগাদ জামনগর এয়ারবেস দিয়ে উড়ে যাওয়ার সময় হঠাৎই মুদ্রা গ্রামের উপর ভেঙে পড়ে বিমান ৷ তবে শস্য ক্ষেতের উপর পড়ায় গ্রামের কোনও ক্ষয়ক্ষতি হয়নি ৷ তবে প্রায় সঙ্গে সঙ্গেই মৃত্যু হয় সঞ্জয়ের ৷
জাগুয়ার ফাইটারে থাকে ট্যুইন ইঞ্জিন ৷ অত্যাধুনিক এই ফাইটার জেটে সুরক্ষা ব্যবস্থাও অত্যন্ত উন্নত ৷ কিন্তু তা সত্ত্বেও কী কারণে এই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটল তা জানা যায়নি এখনও ৷ ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে ৷
advertisement
আরও পড়ুন: শরিক দল শিবসেনার সঙ্গে জোট মজবুত করতে উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠকে অমিত শাহ !
Location :
First Published :
June 05, 2018 1:24 PM IST