দ্রাবিড়ের এক পুরনো ভিডিও এখন ভাইরাল যাতে দেখা যাচ্ছে সাক্ষাৎকারের পর এক মহিলা সাংবাদিক দ্রাবিড়েকে নানাভাবে বিয়ের প্রস্তাব দেওয়ার চেষ্টা করছেন ৷ কোন রকম পাত্তা না দিয়ে রাহুল দ্রাবিড় তাতে উল্টে উত্যক্ত হচ্ছেন ৷ এবং ওই মহিলাকে থামানোর চেষ্টা করছেন তিনি ৷ দেশের প্রতিনিধিত্ব করা এক খেলোয়াড় কীভাবে হাজার প্রলোভনের মাঝে নিজেকে সংযত রাখেন, সেটা দেখিয়েছিলেন রাহুল ৷ যদিও এটি একটি প্র্যাঙ্ক ভিডিও ছিল, পরে জানা যায় ৷ কিছুটা মজা করার জন্যই এমনভাবে শ্যুটিং করেছিলেন ওই সাংবাদিক ৷ তবে সেই তথ্য রাহুল দ্রাবিড়ের কাছে ছিল না ৷ তিনি স্বাভাবিকভাবেই মহিলার এমন আচরণে বিরক্তি প্রকাশ করেছিলেন ৷
advertisement
আরও পড়ুন হার্দিক -রাহুলই নয়, আগেও সিরিজের মধ্যে দেশে ফিরিয়ে দেওয়া হয়েছিল তারকা ক্রিকেটারকে
কীভাবে মূল্যবোধ পাল্টে গিয়েছে তরুণ খেলোয়াড়দের সেটি যেন আরও বেশি করে সামনে আসছে দ্রাবিড়ের এই ভিডিটি প্রকাশের পর ৷ আপনিও দেখুন এই ভিডিও-