TRENDING:

নকল নয়, সঞ্জয় দত্তকে নিয়ে আসল বায়োপিক বানাতে চলেছেন রোমগোপাল ভার্মা

Last Updated:

হ্যাঁ, আপনারা নকল দেখে ঠকেছেন ! রাজকুমার হিরানি-র ‘সঞ্জু’ নিয়ে এরকমটিই মত রামগোপাল ভার্মার ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: হ্যাঁ, আপনারা নকল দেখে ঠকেছেন ! রাজকুমার হিরানি-র ‘সঞ্জু’ নিয়ে এরকমটিই মত রামগোপাল ভার্মার ৷ আর তাই এবার সঞ্জয় দত্তের আসল গল্প সিনেমার পর্দায় আনতে চলেছেন রামগোপাল ৷
advertisement

এক ইংরেজি দৈনিককে সাক্ষাৎকার দিতে গিয়ে পরিচালক রামু জানিয়েছেন, ‘রাজকুমার হিরানির সঞ্জু ছবি দেখেছি ৷ আমার ভালো লেগেছে, এই ছবিতে যেভাবে সঞ্জয়ের পারিবারিক ঘটনাগুলোকে তুলে ধরা হয়েছে ৷ তবে এই ছবি মোটেই সঞ্জয় দত্তের আসল গল্প বলে না ৷ বেশিরভাগটাই লুকিয়ে গিয়েছেন পরিচালক হিরানি ৷’

আরও পড়ুন 

advertisement

ফের বিয়ের পিঁড়িতে বসলেন এষা দেওল

রামু জানিয়েছেন, খুব শীঘ্রই সঞ্জয় দত্তের বায়োপিক বানাতে চলেছি ৷ যেখানে থাকবে সঞ্জয় দত্তের জীবনের আসল গল্প ৷ যেখানে কিছুই লোকানো হবে না ৷ রামুর কথায়, ‘আমার এই বায়োপিকে, সঞ্জয়ের বিরুদ্ধে অস্ত্র মামলাই সবচেয়ে গুরুত্ব পাবে ৷ এবং দেখানো হবে সঞ্জয়ের পারিবারিক ক্রাইসিসও ৷ ’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
একসঙ্গে সাত কালীর পুজো! বিসর্জনের আগে 'সাত বোনের' মুখ দেখাদেখি
আরও দেখুন

তবে রামু জানাতে চাননি সঞ্জয় দত্তের ভূমিকায় কাকে দেখা যাবে এই ছবিতে ৷ শুধু জানিয়েছেন, ‘আগে চিত্রনাট্য তৈরি হোক !’

বাংলা খবর/ খবর/বিনোদন/
নকল নয়, সঞ্জয় দত্তকে নিয়ে আসল বায়োপিক বানাতে চলেছেন রোমগোপাল ভার্মা