এই বিষয়ে বিজেপি কালচিনি বিধায়ক বিশাল লামা অভিযোগ করেন চুয়াপাড়া গ্ৰাম পঞ্চায়েতে ১১/৮০ বুথে বিডিও নিজে গিয়ে বিজেপির পোলিং এজেন্ট কৈলাশ বিশ্বকর্মাকে মেরেছে বর্তমানে তাকে লতাবাড়ি হাসপাতালে আনা হয়েছে।
আরও পড়ুন: বাবার শ্রাদ্ধ চলছে ! ভোট দিতে এল ছেলে! যা ঘটল বুথে! অবাক হবেন
এই বিষয়ে তৃণমূল চুয়াপাড়া অঞ্চল সভাপতি সাবির লোহারা জানান বিজেপি কর্মীরা সকাল থেকে বুথে ঝামেলা করেছে তৃণমূলের দুজন কর্মীকে মারধর করেছে ওই সময় বিজেপি এজেন্ট ধস্তাধস্তি করতে গিয়ে পড়ে গিয়ে মাথা ফেটে গিয়েছে । বিডিও কিছু করেনি ।যদি ও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে কালচিনি বিডিও ।
advertisement
অনন্যা দে
Location :
Kolkata,West Bengal
First Published :
July 08, 2023 4:57 PM IST
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Panchayat Election 2023: পোলিং এজেন্টকে মেরে মাথা ফাটাল বিডিও! বুথে ভয়াবহ ঘটনা