সারেগামাপা'র এবারের সিজনের শুরু থেকেই বেশ চমক ছিল। মিউজিক রিয়্যালিটি শো সারেগামাপা-নিয়ে শুরু থেকেই টানটান উত্তেজনা ছিল দর্শকদের মধ্যে। সারেগামাপা যে শুধু নতুনদের জায়গা করে দিয়েছে এমনটা নয়, বরং এবার তাবড় তাবড় মিউজিশিয়ানরাও ছিলেন এই রিয়্যালিটি শো-তে। তার সঙ্গে বড় পাওয়া ছিল বাংলার ছয় জনপ্রিয় মুখ। হাড্ডাহাড্ডি টক্করে শেষ হাসি হেসে জয়ের ট্রফি ঝুলিতে ভরলেন আলিপুরদুয়ারের নীলাঞ্জনা রায়। বাঙালিদের জন্য এ যেন বড়ই আনন্দের। সংবাদমাধ্যমকে নীলাঞ্জনা জানিয়েছেন, তার এই জয়ে সবচেয়ে বেশি খুশি হয়েছেন তার বাবা ও মা। এটা তাদের স্বপ্ন ছিল। অবশেষে বাবা ও মায়ের স্বপ্নপূরণ করতে পেরে প্রচন্ড খুশি নীলাঞ্জনা। আলিপুরদুয়ার নেতাজি বিদ্যাপীঠের ছাত্রী নীলাঞ্জনা। ছোট থেকেই গান ছিল সব থেকে পছন্দের বিষয়। চলত ঘণ্টার পর ঘণ্টা গানের সাধনা। গানকেই পরম বন্ধু হিসেবে বেছে নিয়েছিলেন তিনি। প্রান্তীয় আলিপুরদুয়ার জেলা থেকে বৃহৎ এই সঙ্গীতের মঞ্চে বিজয়ী হওয়ায় রীতিমত আনন্দের লহর বইতে শুরু করেছে শহর জুড়ে।
advertisement