TRENDING:

Alipurduar News- নীলাঞ্জনার জয়ে আনন্দের লহর বইছে জেলাজুড়ে

Last Updated:

আলিপুরদুয়ার নেতাজি বিদ্যাপীঠের ছাত্রী নীলাঞ্জনা। ছোট থেকেই গান ছিল সব থেকে পছন্দের বিষয়। চলত ঘণ্টার পর ঘণ্টা গানের সাধনা। গান কেই পরম বন্ধু হিসেবে বেছে নিয়েছিলেন তিনি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আলিপুরদুয়ার: টেলিভিশনের অন্যতম চর্চিত রিয়্যালিটি শো সারেগামাপা ২০২২-এর বিজয়ী উনিশ বছরের আলিপুরদুয়ারের মেয়ে নীলাঞ্জনা রায়কে ঘিরে আনন্দের জোয়ার বইছে জেলা জুড়ে। বিজয়ী হওয়ার খবর চাউর হতেই নীলাঞ্জনাকে স্বাগত জানাতে অধীর আগ্রহে ফের অপেক্ষার প্রহর গুনছে প্রতিবেশীরা ।সর্বভারতীয় এই রিয়েলিটি শোতে এবছর বাংলার জয়জয়কার।দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে রাজশ্রী বাগ, শরদ শর্মা ৷ সারেগামাপা-র বিজয়ী হওয়ার পরে সংবাদ মাধ্যমকে নীলাঞ্জনা জানিয়েছেন যে অত্যন্ত খুশি হয়েছেন সারেগামাপা-র বিজয়ী হয়ে ৷ অক্টোবর মাস থেকেই জি টিভিতে শুরু হয়েছিল সারেগামাপা । এবার সারেগামাপা -র ট্রফি জিতলেন আলিপুরদুয়ারের নীলাঞ্জনা রায় । ইতিমধ্যেই নীলাঞ্জনাকে শুভেচ্ছা জানাতে শুরু করেছেন অনুরাগীরা।
advertisement

সারেগামাপা'র এবারের সিজনের শুরু থেকেই বেশ চমক ছিল। মিউজিক রিয়্যালিটি শো সারেগামাপা-নিয়ে শুরু থেকেই টানটান উত্তেজনা ছিল দর্শকদের মধ্যে। সারেগামাপা যে শুধু নতুনদের জায়গা করে দিয়েছে এমনটা নয়, বরং এবার তাবড় তাবড় মিউজিশিয়ানরাও ছিলেন এই রিয়্যালিটি শো-তে। তার সঙ্গে বড় পাওয়া ছিল বাংলার ছয় জনপ্রিয় মুখ। হাড্ডাহাড্ডি টক্করে শেষ হাসি হেসে জয়ের ট্রফি ঝুলিতে ভরলেন আলিপুরদুয়ারের নীলাঞ্জনা রায়। বাঙালিদের জন্য এ যেন বড়ই আনন্দের। সংবাদমাধ্যমকে নীলাঞ্জনা জানিয়েছেন, তার এই জয়ে সবচেয়ে বেশি খুশি হয়েছেন তার বাবা ও মা। এটা তাদের স্বপ্ন ছিল। অবশেষে বাবা ও মায়ের স্বপ্নপূরণ করতে পেরে প্রচন্ড খুশি নীলাঞ্জনা। আলিপুরদুয়ার নেতাজি বিদ্যাপীঠের ছাত্রী নীলাঞ্জনা। ছোট থেকেই গান ছিল সব থেকে পছন্দের বিষয়। চলত ঘণ্টার পর ঘণ্টা গানের সাধনা। গানকেই পরম বন্ধু হিসেবে বেছে নিয়েছিলেন তিনি। প্রান্তীয় আলিপুরদুয়ার জেলা থেকে বৃহৎ এই সঙ্গীতের মঞ্চে বিজয়ী হওয়ায় রীতিমত আনন্দের লহর বইতে শুরু করেছে শহর জুড়ে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News- নীলাঞ্জনার জয়ে আনন্দের লহর বইছে জেলাজুড়ে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল