TRENDING:

Bangla News: বৌদিকে খুন করে সেফটি ট্যাঙ্কে রেখে দিল দেওর! খুনের কারণ জানলে চমকে যাবেন

Last Updated:

Bangla News: বাড়িতে বৌদিকে একা পেয়ে যা করল দেওর! খুনের কারণ জানলে ভয় পেয়ে যাবেন !

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আলিপুরদুয়ার: হঠাৎই নিখোঁজ গৃহবধূ৷ রাতভর খুঁজেও স্ত্রীর সন্ধান পাননি স্বামী৷ অবশেষে বাড়িতেই মিলল ওই গৃহবধূ দেহ৷ ঘটনাটি ঘটেছে ফালাকাটা থানার ছোট শালকুমার গ্রাম পঞ্চায়েতের হরি মন্দির এলাকায়৷ ঘটনার সূত্রপাত বুধবার বিকেলে৷ বাড়িতে শুধু দেওর আর বৌদি৷ দাদার বাড়ি না থাকার সুযোগ নিয়ে বৌদি ওপর অত্যাচার৷ তাতে মৃত্যু হয় বৌদির৷ এরপর ঠান্ডা মাথায় বাড়ির শৌচালয়ের সেফটি ট্যাঙ্কের ভিতরে দেহটি রাখা হয়৷ এখানেই শেষ নয়, দেওর রাজদীপ বর্মন বাড়ি থেকে টাকা ও সোনার গহনা নিয়ে সোজা চলে যান একটি মোবাইলের দোকানে৷ সেখান থেকে একটি দামি মোবাইল কিনে আনেন৷
advertisement

এদিকে মৃত্যুর ঘটনায় গৃহবধূর স্বামী জয়দীপ বর্মন থানায় অভিযোগ দায়ের করেন৷ তদন্তে নেমে পুলিশ গৃহবধূর দেওর রাজদীপ বর্মন ওরফে ভোলাকে গ্রেফতার করে৷ জেরায় উঠে আসে চাঞ্চল্যকর তথ্য৷ পুলিশ সুত্রে খবর, বুধবার বিকেলে মোবাইল কেনার জন্য বৌদির কাছে টাকা চেয়েছিল দেওর রাজদীপ বর্মন৷ সে সময় বাড়িতে আর কেউ ছিল না৷ বৌদি টাকা না দিতে চাইলে, তার মাথায় ভারি কিছু দিয়ে আঘাত করে সে৷ ঘটনাস্থলেই মোনালিসা রায় (২০) নামে ওই গৃহবধুর মৃত্যু হয়৷ এরপর সে বাড়ির শৌচালয়ের সেফটি ট্যাঙ্কের ভিতরে দেহটি রেখে দেয়৷

advertisement

আরও পড়ুন: দেশের সবথেকে বড় ড্রোন মহোৎসব চলছে! জানুন ড্রোন ওড়ানোর নিয়মের সাতসতেরো!

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

আরও জানা গিয়েছে,খুন করার পর ঘরের আলমারিতে রাখা নগদ ১৮ হাজার টাকা ও সোনার গয়না নিয়ে বাড়ির বাইরে চলে যায়৷ এবং ষোল হাজার টাকা দিয়ে একটি মোবাইল কিনে বাড়ি ফিরে আসে৷ তখন নেশাগ্রস্ত ছিল সে৷ এদিকে পেশায় লরি চালক ওই মহিলার স্বামী জয়দীপ বর্মন ফিরে দেখেন বাড়িতে বৌ নেই,ভাই নেশাগ্রস্ত৷ রাতভর খুঁজেও স্ত্রীর সন্ধান পাননি৷  পরে বৃহস্পতিবার সকালে পুলিশ এসে বাড়ির শৌচালয়ের সেফটি ট্যাঙ্ক থেকে ওই গৃহবধূর ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এবং ময়নাতদন্তের জন্য কোচবিহার মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে  পুলিশ৷ ময়নাতদন্তের রিপোর্ট আসলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে৷

advertisement

বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Bangla News: বৌদিকে খুন করে সেফটি ট্যাঙ্কে রেখে দিল দেওর! খুনের কারণ জানলে চমকে যাবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল