গৌরবের বাবা প্রশান্ত কুমার জানান, সবার প্রার্থনায় ছেলে বাড়ি ফিরেছে। আরও যে সমস্ত পড়ুয়ারা সেখানে আটকে আছে তাদের উদ্ধার করে ফিরিয়ে নিয়ে আসার কথা বলেন তিনি । এদিন তিনি ভারত সরকার সহ জেলা প্রশাসনকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।এদিন রাতেই খবর পেয়ে গৌরবের সাথে দেখা করতে আসেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল। তিনি জানান, "স্বরাষ্ট্রমন্ত্রক থেকে ফোন পাই যে রোমানিয়া থেকে দিল্লী হয়ে বাগডোগরার পথে আলিপুরদুয়ার ঢুকছে এক ছাত্র।" তিনি জানান, "রাশিয়া ইউক্রেনের ভয়াবহ যুদ্ধে প্রচুর ছাত্র ছাত্রী পড়াশোনা করতে গিয়ে আটকে যায়। যুদ্ধ কালীন তৎপরতায় দেশের প্রধানমন্ত্রী গুরুত্ব সহকারে তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করছেন। গৌরব আজ ফিরেছে, তারজন্য আমরা অত্যন্ত খুশি।"উল্লেখ্য, ২৪ ফেব্রুয়ারি সকাল থেকেই রাশিয়ার সামরিক আক্রমণ শুরু হয় ইউক্রেনের উপর। আর তখন থেকেই ইউক্রেনের আকাশসীমা অসামরিক বিমান চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়। রোমানিয়ার রাজধানী বুখারেস্ট থেকে এয়ার ইন্ডিয়ার উড়ান ভারতীয়দের নিয়ে দেশে ফিরছে। তৈরি হয়েছে ‘অপারেশন গঙ্গা’র । প্রসঙ্গত, যুদ্ধ বিদ্ধস্ত ইউক্রেনে আটকে পড়া ভারতীয় পড়ুয়াদের দেশে ফেরাতে এই অপরাশেন চালু করেছে ভারত সরকার। যেহেতু ইউক্রেনের আকাশপথ বন্ধ, ভারত তাই হাঙ্গেরি, পোল্যান্ড, স্লোভাকিয়া এবং রোমানিয়া থেকেই ভারতীয়দের দেশে ফেরানোর কাজ করছে।
advertisement