যদিও পাইলট প্রাণে বেঁচে গিয়েছে। লোকালয়ে যাতে বিমানটি না পড়ে সে জন্য আপ্রাণ চেষ্টা চালিয়েছিল পাইলট। বিমানটি ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় বায়ুসেনার আধিকারিকরা। খেতে কাজ করতে আসা গ্রামবাসীদের নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যান তাঁরা।
এই নিয়ে এটা দ্বিতীয় জাগুয়ার বিমান যেটি ভেঙে পড়ল। এর আগে জুন মাসে ভেঙে পড়েছিল বায়ুসেনার আরও একটি বিমান। সূত্রের খবর জামনগরে বায়ুসেনার ঘাঁটি থেকে উড়েছিল দুর্ঘটনাগ্রস্ত বিমানটি। ১৯৭৯ সালে এই জাগুয়ার বিমান প্রথম কেনা হয়েছিল বায়ুসেনার জন্য।
advertisement
Indian Air Force’s Jaguar fighter jet crashes in Uttar Pradesh’s #Kushinagar; pilot ejects to safety #jaguar pic.twitter.com/TG0oIqzMAm
—
Location :
First Published :
January 28, 2019 2:53 PM IST