পরমাণু চুক্তির অন্তর্গত বেশ কিছু বিষয় নিয়ে বিরোধের জেরে ইউপিএ সরকার থেকে সমর্থন প্রত্যাহার করে সিপিআইএম ৷ এরপরই সোমনাথ চট্টোপাধ্যায়কে তাঁর দল ভোটাভুটিতে সরকারের বিপক্ষে ভোট দেওয়ার জন্য নির্দেশ দেয় ৷ সেই নির্দেশেরই বিরোধিতা করেন তিনি ৷ পাশাপাশি ইউপিএ সরকার থেকে সিপিএমের সমর্থন প্রত্যাহারেরও বিরোধিতা করেন সোমনাথবাবু ৷ যার জেরে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সিপিআইএম দল থেকে বহিষ্কার করা হয় তাঁকে ৷
advertisement
সেই ঘটনার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন সোমনাথ চট্টোপাধ্যায় ৷ মাঝে মধ্যেই সোমনাথবাবুর গলায় অভিমানের সুর নজরে আসত পরিবারের সদস্যদের ৷ সম্ভবত সেই কারণেই পারিবারিক আপত্তির জেরেই মৃত্যুর পরও তাঁর দেহ নিয়ে যাওয়া হয়নি আলিমুদ্দিনে ৷
প্রয়াত নেতার পরিবার সূত্রে খবর, বিধানসভা থেকে বার করে দেহ নিয়ে যাওয়া হবে রাজা বসন্ত রায় রোডে, সোমনাথ চট্টোপাধ্যায়ের বাসভবনে ৷ সন্ধে ৬টা পর্যন্ত সেখানেই রাখা থাকবে প্রাক্তন সিপিআইএম সাংসদের মরদেহ ৷ সেখানে সাধারণ মানুষেরা প্রয়াত রাজনীতিবিদকে শ্রদ্ধা জানাতে পারবেন ৷ সন্ধে ৬টার পর সোমনাথ চট্টোপাধ্যায়ের শেষ ইচ্ছা অনুযায়ী তাঁর দেহ দান করা হবে এসএসকেএম হাসপাতালে।