শহরের একাধিক গুরুত্বপূর্ণ সেতুর স্বাস্থ্যই নাকি ভঙ্গুর। মাঝেরহাটে সেতু বিপর্যয়ের পর, চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে রাইটস। বিশেষজ্ঞ সংস্থাটির মত,
- কলকাতার ৬ সেতু বিপজ্জনক
- সবচেয়ে খারাপ অবস্থা বাঘাযতীন ও হাওড়ার বঙ্কিম সেতুর
- নিরাপদ নয় চিংড়িহাটা ও ঢাকুরিয়া সেতু
- ঝুঁকি রয়েছে বিজন সেতু ও অরবিন্দ সেতুতেও
কী অবস্থায় রয়েছে ওই সেতুগুলি?
advertisement
বাঘাযতীন সেতু
- বাঘাযতীন সেতুর গার্ডার, ডেক স্ল্যাবে বিকৃতি
- পূর্ব দিকের অবস্থা সবচেয়ে শোচনীয়
- সেতুর রক্ষণাবেক্ষণ প্রয়োজন
বঙ্কিম সেতু
- হাওড়া স্টেশনের উপরে এই সেতুর গার্ডার ও ডেক স্ল্যাব বেঁকে গিয়েছে
- গত মাসেই সংস্কার করে রেল
- গুরুত্বপূর্ণ এই সেতুর অবিলম্বে মেরামতি প্রয়োজন
আরও পড়ুন
২০০ ও ২০০০ টাকার নোট নিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র
বিজন সেতু
- সেতুর গায়ে ফাটল
- বেরিয়ে গেছে লোহার বিম
- সেতু সংস্কারের দায়িত্বে কেএমডিএ
- রেললাইনের উপরের অংশের দায়িত্বে রেল
- স্ল্যাব ডেকে ফাটল দেখা দেয়
- উপরে পিচের আস্তরণ দেওয়া হলেও সেতুর নীচে খসছে চাঙড়
- দ্রুত সেতুর দেখভাল প্রয়োজন
- সেতুর গায়ে গাছের শিকড়
চিংড়িহাটা ফ্লাইওভার
- ২০১৬ সালে সেতুতে ফাটল
- গত মাসেই মেরামতি করে কেএমডিএ
- মেরামতির পরেও এক্সপ্যানশন জয়েন্টে ত্রুটি
- খসে পড়ছে পলেস্তারা
- প্রতি আড়াই মাস অন্তর নজরদারি প্রয়োজন
ঢাকুরিয়া ব্রিজ
- ইঁদুরের সমস্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল ঢাকুরিয়া সেতু
- গতবছর মেরামতি করা হয়
- সেতুর বয়স অনেক
- প্রতিদিনই যাতায়াত করে বহু গাড়ি
- প্রতি সাড়ে তিন মাস অন্তর মেরামতি প্রয়োজন
অরবিন্দ সেতু
- সেতুর মাঝে উঠে যাচ্ছে চাঙড়
- পিলার ও গার্ডারের মাঝে বস্তার ঠেকনা
- সেতুতে ভারী যান চলাচল বন্ধ হওয়া প্রয়োজন
- বদলাতে হবে ব্রিজের গার্ডার
- ব্রিজের নীচে একাধিক দোকান-অফিস
- ভাঙলে ব্যাপক ক্ষতির আশঙ্কা
শিয়ালদহ ফ্লাইওভার
- শিয়ালদহের সঙ্গে রাজাবাজার, বড়বাজার, কলেজস্ট্রিটের সংযোগকারী সেতু
- আশপাশে জনবহুল এলাকা
- সেতুর গার্ডারে সমস্যা
- মেরামতি হলেও সমস্যা আছে
- প্রতি মাসেই সংস্কার প্রয়োজন
আরও পড়ুন
সোমবার বাম-কংগ্রেসের বনধ, রাজ্য জুড়ে স্বাভাবিক থাকবে পরিবহণ থেকে অফিস আশ্বাস রাজ্য সরকারের
এই ছটি সেতু বা ফ্লাইওভার কার্যত শহরের লাইফলাইন। তাতেই বাসা বেঁধেছে ক্ষয়রোগ? মাঝেরহাটের ঘটনার পর বাড়ছে আতঙ্ক।