তিনমাস ধরে গোপনে আধারের নিরাপত্তা নিয়ে তদন্ত করে হাফপোস্ট ৷ সেই তদন্তের পরই উঠে এসেছে ভয়াবহ তথ্য ৷ হাফপোস্টের রিপোর্টে বলা হয়েছে, আধারের সফটওয়্যার হ্যাক হয়ে গিয়েছে ৷ যার জেরে প্রায় সমস্ত ভারতীয়র ব্যক্তিগত তথ্যই ফাঁস হয়ে গিয়েছে ৷ ফলে বিশ্বের যেকোনও প্রান্তে যেকোনও ব্যক্তির আধারের ১২ ডিজিটের নম্বর থেকে আধার কার্ড তৈরি করতে পারেন ৷
advertisement
রিপোর্টে বলা হয়েছে, আধারকার্ডের যে সফটওয়্যারটি হ্যাক হয়েছে সেটির দাম মাত্র ২,৫০০ টাকা ৷ হোয়াটসঅ্যাপ গ্রুপেই ঘোরাফেরা করছে সেই সফটওয়্যার ৷ বলা হচ্ছে, সেই সফটওয়্যারের কোডে সামান্য অদল-বদল করলেই যেকোনও ব্যক্তির আধার কার্ডের নম্বর নিয়ে নতুন আধার কার্ড তৈরি করা সম্ভব ৷
এই প্রসঙ্গে বেঙ্গালুরুর আজিম প্রেমজি বিশ্ববিদ্যালয়ের অ্যাসিসটেন্স প্রফেসর রাজেন্দ্র নারায়ন বলেন, যদি কেউ আধার সফটওয়্যার হ্যাক করে একবার আধার ডেটাবেসে ঢুকতে পারেন ৷ তাহলে একাধিক ব্যক্তির আধার নম্বর নিয়ে একাধিক আধার কার্ড তৈরি করতে পারবে সে ৷
আরও পড়ুন: ১৪০ মাইল প্রতি ঘণ্টায় এই উপকূলে আছড়ে পড়তে চলেছে ঝড়
কেন্দ্রের নির্দেশে নাগরিকদের জীবনে আধার অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ তথ্য হয়ে উঠেছে ৷ রান্নার গ্যাস, এলপিজি-র পর একের পর এক সরকারি ক্ষেত্রে বাধ্যতামূলক বলে ঘোষণা করা হয়েছে আধার কার্ডকে ৷ প্যান কার্ড, আয়কর দাখিল, ড্রাইভিং লাইসেন্স, মোবাইল পরিষেবা, কেরোসিন ভতুর্কি থেকে পেনশন প্রতি ক্ষেত্রেই বাধ্যতামূলক আধার কার্ড ৷ ১২টি অনন্য নম্বরই হতে চলেছে আপনার একমাত্র পরিচয়পত্র ৷ সেই ১২ নম্বরের ডিজিটই ফাঁস হয়ে যাচ্ছে বলে দাবি করল হাফপোস্ট ৷
সম্প্রতি UIDAI আধার কার্ডের নিরাপত্তার উপরে কাজ করছে ৷ ফিঙ্গারপ্রিন্ট ছাড়াও ফেস রিগকনিশনের উপরেও কাজ শুরু হয়েছিল ৷ তার মাঝেই ফের আধার তথ্য ফাঁসের ঘটনা প্রকাশ্যে এল ৷