ফোর্বসে প্রকাশিত একটি সমীক্ষায় যা জানা যাচ্ছে তাতে রাশিয়া বিশ্বকাপের খেতাবি দৌড়ের লড়াইতে সামনের সারিতে গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি ৷ তাদের টক্কর দিতে পারে ব্রাজিল ও স্পেন ৷ এলো পয়েন্টের রেটিংয়ের ভিত্তিতে সমস্ত দলের শক্তি ও দুর্বলতাও বিচার করা হয়েছে ৷
আরও পড়ুন - বিশ্বকাপের আগে নতুন বুটেই চমক ইংল্যান্ড ফুটবলারদের
advertisement
১০ হাজারের বেশি স্যাম্পেলের ভিত্তিতে খেতাবের দৌড়ে থাকা সেরা তিন দলের নাম বেছে নেওয়া হয়েছে ৷
গ্রুপ এ –র সবচেয়ে শক্তিশালী দল উরুগুয়ে ৷ এই বিভাগের দুর্বলতম দল সৌদি আরব ৷ বি গ্রুপের দুটি প্রান্তে রয়েছে যথাক্রমে স্পেন ও মরোক্কো ৷ গ্রুপ সি-তে শীর্ষে রয়েছে ফ্রান্স আর তলানিতে অস্ট্রেলিয়া ৷
আরও পড়ুন -‘হিটম্যান’ রোহিত একবার এক সতীর্থকে ঘুঁষি মারতে চেয়েছিলেন, নিজেই করলেন খোলসা
ডি বিভাগের সেরা আর্জেন্টিনা ও চারটির দলের মধ্যে সবচেয়ে হীণবল নাইজেরিয়া ৷ এই গ্রুপের একদম ওপরের দল ও একদম পিছনে থাকা দলের এলো রেটিং বাকি সবগুলি বিভাগের থেকে সবচেয়ে ওপরে ৷ এই বিভাগেই আছে বিশ্বকাপের অন্যতম দাবিদার ব্রাজিল ও একদম শেষে আছে কোস্টারিকা ৷ গ্রুপ এফ –এ রয়েছে বিশ্বকাপের অপর শক্তিশালী দাবিদার ৷ তারা জার্মানি ৷ এই বিভাগের দুর্বলতম দল দক্ষিণ কোরিয়া ৷
গ্রুপ জি-র এক নম্বর দল ইংল্যান্ড ও চার নম্বর দল টিউনিশিয়া ৷ এবং এইচ বিভাগের শেষ দল জাপান ৷ ২২ জুন ২০১৮ –র ফোর্বসের ম্যাগাজিনে জায়গা করে নিয়েছে এই দল গুলি ৷