TRENDING:

কাঠুয়াকাণ্ডে বির্তকিত মন্তব্য করে চাকরি খোয়ালেন এক ব্যাঙ্ক কর্মী

Last Updated:

সারা দেশ জুড়ে যখন কাঠুয়া ও উন্নাও গণধর্ষণে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব ঠিক তখনই কাঠুয়াকাণ্ড নিয়ে বিতর্কিত মন্তব্য করে চাকরি খোয়ালেন কেরলের এক ব্যাঙ্ক কর্মী ৷ ৮ বছরের শিশুর ওপর ঘটে যাওয়া নারকীয় ঘটনায় সারা বিশ্ব গভীর মর্মাহত তখনই এমন দায়িত্ব জ্ঞানহীনের মত মন্তব্য করে মানুষের সংবেদনশীলতাকে গভীর আঘাত করেছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কোচি: সারা দেশ যখন কাঠুয়া ও উন্নাও গণধর্ষণে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব ঠিক তখনই কাঠুয়াকাণ্ড নিয়ে বিতর্কিত মন্তব্য করে চাকরি খোয়ালেন কেরলের এক ব্যাঙ্ক কর্মী ৷ ৮ বছরের শিশুর ওপর ঘটে যাওয়া নারকীয় ঘটনায় যখন সারা বিশ্ব গভীর মর্মাহত তখনই এমন দায়িত্ব জ্ঞানহীনের মত মন্তব্য করে মানুষের সংবেদনশীলতাকে গভীর আঘাত করেছে ৷
advertisement

আরও পড়ুন  :  কাঠুয়া ধর্ষণকাণ্ডে বিশেষ ফাস্টট্র্য়াক আদালত গঠনের নির্দেশ মহেবুবা মুফতির

কোটাক ব্যাঙ্ক কোচির শাখার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বিষ্ণু নন্দকুমার ফেসবুকে অসংবেদনশীল মন্তব্য করে সবার রোষানলে পড়েন । তিনি লেখেন এই বয়সে মেয়েটি খুন হয়েছে, ভালই হয়েছে না হলে, পরে ভারতে বোমা ফেলার জন্যই আসত । কখন পোস্টটি করা হয় তা না জানলেও মুহূর্তের মধ্যেই তার এই চরম অবিবেচকর মত মন্তব্য সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড় তোলে । ট্যুইটারে তার বরাখাস্তের দাবি ওঠে ।

advertisement

আরও পড়ুন  :  কমনওয়েলথের দশম দিনে পরপর সোনা ভারতের

সেরা ভিডিও

আরও দেখুন
কাঠের ফ্রেম তৈরির ব্যবসায় অঢেল আয়ের সুযোগ! রোজ হতে পারে ৩-৪ হাজার টাকা লাভ
আরও দেখুন

মানুষকে ব্যাথিত করার ঘটনায় অসহানুভূতিশীলের মত মন্তব্য় করার দায়ে ব্যাঙ্ক কতৃপক্ষ তাকে বরকাস্ত করে বিষ্ণু নন্দকুমারকে ৷ কারণ হিসাবে দেখায় কাজে অদক্ষতার কারণেই তাকে বরখাস্ত করা হল । ব্যাঙ্ক কতৃপক্ষ ঘটনার তীব্র নিন্দা করে দুঃখ প্রকাশ করে ।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
কাঠুয়াকাণ্ডে বির্তকিত মন্তব্য করে চাকরি খোয়ালেন এক ব্যাঙ্ক কর্মী